Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » অস্ট্রেলিয়া সফরে কোহলিদের পরিবার থাকার পক্ষে সৌরভ




করোনাভাইরাসের মধ্যে থমকে যাওয়া ক্রীড়াঙ্গনে প্রাণ ফিরছে। তবে মানতে হচ্ছে নানা নিয়ম-কানুন। জৈব সুরক্ষিত বলয়ের মধ্যে থাকতে হচ্ছে খেলোয়াড়দের। করোনা সংক্রমণ ঠেকাতে নেয়া হচ্ছে নানা সাবধানী পদক্ষেপ। সিরিজ চলাকালীন খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাটা যেন রীতিমতো চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থায় তাদের পরিবারের বিষয়টিও আলোচনায় এসেছে। কেননা দেশের বাইরে সিরিজে পরিবারকে আমন্ত্রণ জানানোটাও বাড়তি চ্যালেঞ্জের বিষয়। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় ক্রিকেটারদের পরিবারের জন্য আলাদা করে কোনো ব্যবস্থা রাখবে কিনা? এ প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি অবশ্য এ বিষয়ে ইতিবাচক। গাঙ্গুলির মতে, ‘অস্ট্রেলিয়া সিরিজে কোহলিদের সঙ্গে পরিবার যাওয়া উচিত। কেননা খেলোয়াড়েরা জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আছে অনেকদিন ধরেই। আর তাই তাদের সঙ্গে পরিবারের থাকাটাই যৌক্তিক মনে করি।’ সাবেক ভারতীয় অধিনায়ক ও বোর্ড সভাপতি জানান, ‘অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড চেষ্টা করছে যাতে আমাদের খেলোয়াড়দের সঙ্গে তাদের পরিবারকেও আনা যায়। শেষ পর্যন্ত কি হয় দেখা যাক। হয়তো পরিবারও যাবে খেলোয়াড়দের সঙ্গে।’ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস প্রোটোকল সম্পর্কে ধারণাও দেন গাঙ্গুলি। তিনি জানান, 'সফরের প্রথম অংশ সিডনিতে হবে বলে ধারণা করছি। এখনো আলোচনা হচ্ছে জৈব সুরক্ষা বলয় ও মেডিকেল সংক্রান্ত ব্যাপারে। আমাদের বলা হয়েছে অস্ট্রেলিয়া এখন প্রায় কোভিডমুক্ত। করোনাভাইরাস আক্রান্ত খুব একটা নেই সেখানে। তবুও সবকিছু যেন ঠিক থাকে তাই আলোচনা চালিয়ে যাচ্ছি আমরা।' এদিকে, আরব আমিরাতে অনুষ্ঠিত আইপিএল আসরে পরিবার নিয়ে তেমন কঠোর নয় বিসিসিআই। কিন্তু অস্ট্রেলিয়ায় যাওয়ার ব্যাপারে কিছুটা কড়াকড়ি তারা। আর তাই দুবাই থেকে কোহলিরা সোজা অস্ট্রেলিয়ায় উড়াল দিলেও আনুশকাদের ফিরতে হবে ভারতে। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সফর শুরু করবে ভারত। এরপর অনুষ্ঠিত হবে চার ম্যাচের টেস্ট সিরিজ। অ্যাডিলেডে গোলাপি বলের প্রথম টেস্টটি হবে দিবারাত্রির।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply