এমবাপ্পে-কিনের জোড়া গোলে পিএসজির দাপুটে জয়
কিলিয়ান এমবাপ্পে আর ময়সে কিনের জোড়া গোলে ডিয়নকে ৪-০ গোলে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই। একই সাথে লিলের থেকে এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্ট ব্যবধানে এগিয়ে টেবিলের শীর্ষে এখন পিএসজি।
টেবিলের তলানীর দলের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামে টুখেলের দল। তবে এমবাপ্পেকে সাইড বেঞ্চে রেখে ময়সে কিনকে রাখেন শুরুর একাদশে। তার প্রতিদান দিতে ভুল করেননি ২০ বছর বয়সী এই ইতালিয়ান স্ট্রাইকার।
ম্যাচের ৩ ও ২৩ মিনিটে তার গোলে লিড নিয়ে বিরতিতে যায় পিএসজি। ৭৩ মিনিটে কিনকে উঠিয়ে এমবাপ্পেকে নামান টুখেল। নেমেই ম্যাচের ৮২ আর ৮৮ মিনিটে আরও দুটি গোল করেন এমবাপ্পে। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় পায় পিএসজি।
Tag: Advertisement games
No comments: