Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ইইউ-ইউকের ব্রেক্সিট কান্না ঢাকা পড়েছে করোনার ছোবলে!




ইইউ-ইউকের ব্রেক্সিট কান্না ঢাকা পড়েছে করোনার ছোবলে!

করোনার ভয়াল থাবায় কাঁপছে ইউরোপ। প্রতিদিনের জীবনযাত্রায় রাষ্ট্রীয়, অর্থনীতি ও যোগাযোগসহ সর্বক্ষেত্রে রয়েছে এর প্রভাব। করুন চিত্র ভেসে উঠছে সর্বদায় করোনা পরিস্থিতিতে। সেই সঙ্গে কঠিন বিচ্ছেদের মালা পরতে হবে ইউরোপকে, আর সামান্য কয়েকটা দিন বাকি। আর মাত্র ৭২দিন পর বিচ্ছেদ হয়ে যাবে ইউকে এবং ইইউর মধ্যে। প্রায় ৩৭ লক্ষ ইইউ নাগরিক বসবাস করে ইউকেতে। সেইসঙ্গে ১৩ লক্ষ ব্রিটিশ নাগরিক বসবাস করে ইইউ দেশগুলোতে। কোন ব্রিটিশ নাগরিককে ব্রেক্সিটের পর ইতালিতে বসবাস করতে হলে, সে ইতালির যেই এলাকায় বসবাস করবেন, সেই এলাকায় কাউন্সিল অফিস থেকে রেসিডেন্ট রেজিস্ট্রেশন করতে হবে। সেই থেকে সে একসঙ্গে ব্রিটিশ পাসপোর্ট এবং ইটালিয়ান আইডি কার্ড বা পরিচয় পত্র বহন করবেন। একজন ব্রিটিশ নাগরিককে ইতালিতে স্থায়ীভাবে বসবাস করতে হলে, তার একটি অফিশিয়াল ঠিকানা থাকতে হবে, যে ঠিকানায় তার রেসিডেন্স হবে। এটি অবশ্যই ব্রেক্সিট রূপান্তর কাল ৩১ ডিসেম্বর ২০২০ শেষ হওয়ার আগেই করতে হবে। ইতালির নাগরিকত্ব আইনের ধারা ১৮.৪ অনুচ্ছেদ অনুযায়ী তা করা হয়। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তি এন ৩/২০২০ যা ব্যাখ্যা করে নমুনা ফর্ম সরবরাহ করে। অন্যদিকে ইংল্যান্ডে ইউরোপীয় নাগরিকদের সতর্ক করা হয়েছে যে যুক্তরাজ্যে প্রবেশের নিয়মগুলি আগামী বছরের শরৎকালে পরিবর্তিত হবে। যার অর্থ সীমান্তে আর আইডি কার্ড গ্রহণ করা হবে না। লাগবে পাসপোর্ট। ব্রিটেনের হোম অফিস ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির পাশাপাশি সুইজারল্যান্ড, আইসল্যান্ড, লিচেনস্টেইন এবং নরওয়ের নাগরিকদের কাছে একটি অনুস্মারক পাঠিয়েছে যে, ২০২১ সালের ১লা অক্টোবর থেকে জাতীয় পরিচয়পত্র (আইডি) যুক্তরাজ্যে প্রবেশের বৈধ হবে না। সেই তারিখ থেকে সমস্ত ইউরোপীয় ইউনিয়নের দেশ প্লাস সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টেইনের নাগরিকরা কেবল তাদের পাসপোর্ট ব্যবহার করে যুক্তরাজ্যে প্রবেশ করতে সক্ষম হবে। তবে কিছু ব্যতিক্রম হবে। হোম অফিস জানিয়েছে যে এই নাগরিকরা কমপক্ষে ৩১ ডিসেম্বর ২০২৫ অবধি ইউকে প্রবেশের জন্য জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে পারবেন যদি তারা: ইইউ নিষ্পত্তি প্রকল্পের অধীনে স্থিতি বা প্রাক-নিষ্পত্তি স্থিতি রয়েছে সেই সঙ্গে সীমান্ত কর্মীর অনুমতি রয়েছে। একজন ইইউ পাসপোর্ট ব্যবহার করে ৬ মাসেরও কম সময়ে ইউকেতে থাকতে পারেন। ইউরোপীয়দের বলা হয়েছে যে, ২০২০ সালের ৩১ শে ডিসেম্বর ব্রেক্সিট রূপান্তরকালীন মেয়াদ শেষ হওয়ার পরে তারা অল্প কিছুদিনের জন্য বা ছুটিতে বেড়াতে গেলে তারা ভিসার প্রয়োজন ছাড়াই যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবেন। রূপান্তর সময়ের সমাপ্তিটি ব্রিটিশ নাগরিকদের জন্যও প্রভাব ফেলবে যারা ১ জানুয়ারী ২০২১ এর পরে ইইউতে ভ্রমণ করতে চান। রূপান্তরকালীন সমাপ্তির অবধি ব্রিটিশ নাগরিকরা পুরো ইউরোপে অবাধে ভ্রমণ করতে পারবে এবং কেবল তাদের পাসপোর্টটি তাদের ভ্রমণের সময়কালের জন্য বৈধ কিনা তা নিশ্চিত করতে হবে। তবে নিয়মগুলি কঠোরতর হবে জানুয়ারি ২০২১ এর পরে। যুক্তরাজ্য সরকার বলেছে, ১ লা জানুয়ারি থেকে বয়স্ক বা শিশু পাসপোর্টে কমপক্ষে ছয় মাস ভেলিড থাকতে হবে ইউরোপের বেশিরভাগ দেশে (আয়ারল্যান্ড ছাড়া) ভ্রমণ করার জন্য।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply