বিকেল নাগাদ স্বাভাবিক হতে পারে আবহাওয়া
নিম্নচাপের আজও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। দেখা নেই সূর্যের। বইছে হিমেল হাওয়া।
তবে, আবহাওয়া অফিস বলছে, বিকেল নাগাদ স্বাভাবিক হতে পারে আহবাওয়া। কেননা, নিম্নচাপটি ফরিদপুর হয়ে মানিকগঞ্জ ও আশাপাশের অঞ্চলে অবস্থান করছে। ধীরে ধীরে অগ্রসর হচ্ছে উত্তর ও উত্তরপূর্ব দিকে।
তবে এখনো চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে মাছ ধরার নৌকা ও ট্রলারকে।
No comments: