গাংনীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
। সোমবার সন্ধ্যায় উপজেলার বাদিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে গাংনী থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম। সে বাদিয়াপাড়া গ্রামের হেলাল উদ্দীনের ছেলে। গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান,একটি মামলায় আদালতের ৬ মাসের কারাদন্ডপ্রাপ্ত আসামী আশিকুর রহমান বাদিয়াপাড়া গ্রামে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে মেহেরপুর আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। অভিযানে নেতৃত্বদানকারী এ এস আই রবিউল ইসলাম জানান,গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমানের নির্দেশে ৬ মাসের সাজা ও ৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা প্রাপ্ত আসামী আশিকুর রহমানকে সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতার করা হয়।Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: