ধাক্কা খেলেন শাকিব খান!
পথচলায় একাধিকবার ধাক্কা খেয়েছেন ঢালিউড কিং শাকিব খান। কখনও ভুল সিদ্ধান্তের জন্য, আবার কখনও বিতর্কের কারণে। তবে সব ধাক্কা সামলিয়ে দাপটের সঙ্গেই নিজ পথে হাঁটছেন এ সুপারস্টার।
সম্প্রতি ইনস্টাগ্রামে যুক্ত হয়েছিলেন শাকিব খান। সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকটিভ এবং ভক্তদের আরও কাছাকাছি থাকার জন্যই ইনস্টাগ্রাম আইডি খুলেছিলেন তিনি। ফেসবুকের মতো ওই ইনস্টাগ্রামেও হুমড়ি খেয়ে পড়েছিলেন শাকিবিয়ানরা। হু হু করে বাড়ছিল ঢালিউডের ভাইজানের ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা।
কিন্তু তাতেও রক্ষা হলো না। ইনস্টাগ্রামে এসেও ধাক্কা খেলেন শাকিব খান। তাও আবার ভুয়া আইডির কাছে। ঘটনা হলো- অরিজিনাল শাকিব খান ইনস্টাগ্রামে আসার আগেই ভুয়া শাকিব খানের দখলে ছিল যোগাযোগের এ মাধ্যমটি। অসংখ্য ভুয়া আইডি সক্রিয় ছিল শাকিব খানের নামে।
আসল শাকিব খানকে রিপোর্ট করে আইডি নিষ্ক্রিয় করে দিয়েছে ভুয়া আইডির নিয়ন্ত্রকেরা। তবে, ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে শাকিব খানের তরফ থেকে। এ নিয়ে দুশ্চিতার কোনো কারণ নেই। বিষয়টি তারা খতিয়ে দেখছেন বলেও কিং খানের টিমকে জানান।
এদিকে শাকিবিয়ানদের প্রত্যাশা, শিগগিরই সচল হবে প্রিয় সুপারস্টারের ইনস্টাগ্রাম আইডি।
Tag: Entertainment
No comments: