Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » পুতিন ‘চুপ’ হয়ে গেছেন




তিন ‘চুপ’ হয়ে গেছেন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে বিভিন্ন দেশের প্রধানরা শুভেচ্ছা জানাল, ব্যতিক্রম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এখন পর্যন্ত কোনো টুইট নেই। নেই টেলিফোন কল। জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে টেলিগ্রামও করেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাইডেনের জয়ের ব্যাপারে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানানোর ব্যাপারে তিনি বা তার সরকার এখন পর্যন্ত চুপ আছে। এদিকে রাশিয়ার বিরোধীদলীয় নেতা এলেক্সেই নাভালনি অবশ্য জো বাইডেন এবং ক্যামালা হারিসকে অভিনন্দন জানিয়ছেন। এক টুইটবার্তায় তিনি লেখেন, জো বাইডেন এবং ক্যামালা হারিসকে অভিনন্দন। আমেরিকার জনগণ একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে তাদের বেছে নিয়েছেন। যেটা বিশ্বের অনেক দেশেই নেই। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় টিভি পুতিনের মতো একেবারে ‘চুপ’ নেই। দেশটির রাষ্ট্রীয় টিভির সবচেয়ে আলোচিত-বিতর্কিত সংবাদ উপস্থাপক দিমিত্রি কিসেলভ মার্কিন নির্বাচন নিয়ে কটাক্ষ করেছেন। দিমিত্রি কিসেলভ তার সাপ্তাহিক নিউজ শোতে দর্শকদের বলেছেন, ‘মার্কিন নির্বাচনী ব্যবস্থা ডাইনোসরের মতো সেকেলে। আমি এটাকে গণতান্ত্রিক বলতে পারি না।’ দিমিত্রি কিসেলভ আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটদের দ্বারা গণহারে ভোট কারচুপির কথা বলেছেন। তিনি বলছেন, তার কাছ থেকে জয় কেড়ে নিতে প্রতারণামূলক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। তবে ট্রাম্প যে তার অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি, সে কথা এড়িয়ে যান উপস্থাপক দিমিত্রি কিসেলভ। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের সমালোচনা করেছেন। হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প ভোট গণনা নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন কথাবার্তা বলছিলেন। এ সময় বেশ কয়েকটি টিভি চ্যানেল একযোগে তার বক্তব্য সম্প্রচার বন্ধ করে দেয়। এ ঘটনার সমালোচনা করেছেন দিমিত্রি কিসেলভ। দিমিত্রি কিসেলভ বলেন, ‘দীর্ঘদিন ধরে আমেরিকা আমাদের শেখানোর চেষ্টা করেছিল। এখন সেই শিক্ষকই সমস্যার মধ্যে আছে। বিবিসি জানাচ্ছে, দিমিত্রি কিসেলভের এসব বক্তব্যের প্রধান কারণই হলো মার্কিন গণতন্ত্রকে খোটা করে দেখানো। অন্যদিকে রাশিয়ার নিজস্ব রাজনৈতিক ব্যবস্থা যে ভালো, সে সম্পর্কে বিশ্বে একটা ধারণা তৈরি করা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply