Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » নেইমারবিহীন পিএসজির প্রতিপক্ষ রেঁনে




ফরাসি লিগ ওয়ানে টেবিল টপার প্যারিস সেইন্ট জার্মেই মাঠে নামবে রেঁনের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। একই সময় লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদ খেলবে কাদিজের বিপক্ষে। গেলো মৌসুমে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা প্যারিস সেইন্ট জার্মেই এ মৌসুমে ছন্নছাড়া। এখন পর্যন্ত ইউসিএলে একটি মাত্র জয়। তবে লিগে দুর্দান্ত সময় পার করছে ফরাসি চ্যাম্পিয়নরা। টেবিল টপারদের পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নেয়ার ম্যাচে প্রতিপক্ষ রেঁনে। তবে মাঠে নামার আগে রয়েছে বেশকিছু ইনজুরি সমস্যা। আছে নিষেধাজ্ঞাও। তবে সবচেয়ে দুশ্চিন্তার কারণ ব্রাজিলিয়ান সেনসেশন নেইমারের ইনজুরি। তাছাড়া এই মাসের শেষ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে পিএসজির অন্যতম স্কোরার কিলিয়ান এমবাপ্পে। দুশ্চিন্তা রয়েছে আরো। মাওরো ইকার্দি এখনো সেরে উঠেননি ইনজুরি থেকে। তার জায়গায় দলে সুযোগ পেতে পারেন মোয়েস কেন। ভেরাত্তি, ড্রেক্সলার এখনো ফিরেননি দলে। অনেকটা অপরিচিত স্কোয়াড সাজাতে হবে কোচ টাচেলকে। গোলপোস্টে রয়েছেন নাভাস, ফ্লোরেন্জিয়া, মার্কোয়িনহোস, কিমপেমবে, ডি মারিয়া, হেরেরা, সারাবিয়াদের নিয়ে দল সাজাতে হবে। হালকা ভাব নেয়ার সুযোগ নেই প্রতিপক্ষ রেঁনেকে। তারাও রয়েছে টেবিলের ৩ নম্বরে।এই ম্যাচ জিতেলই পিএসজির সমান ২১ পয়েন্ট হবে। তবে ম্যাচটা পার্সিয়ানদের মাঠে। তাই ম্যাচে সব দিক থেকে এগিয়ে থাকবে তারা। স্প্যানিশ লা লিগায় আরেক ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ নবাগত কাদিজ। ২০০৫ সালের পর এই প্রথম লা লিগায় খেলছে তারা। তবে এ মৌসুমে বেশ চমকই দিয়েছে দলটি। এখন পর্যন্ত টেবিলে রয়েছে ৫ নম্বরে। যেখানে চারে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের সমান ১৪ পয়েন্ট। লিগে টানা চতুর্থ জয়ের জন্য মাঠে নামবে সিমিওনের দল। তবে দুঃসংবাদ হলো ক্যারাসকো, দিয়েগু কস্তাকে পাচ্ছেন না কোচ। ইনজুরি সমস্যায় থাকতে হবে দলের বাইরে। ভিটোলোর খেলা নিয়ে রয়েছে সন্দেহ। অ্যাতলেটিকোর জার্সিতে বার্সা ছেড়ে যাওয়া সুয়ারেজ ছন্দ দেখাচ্ছেন। সিমিওনে দল সাজাতে পারেন ফেলিক্স, কোকে, টোরেইরা, সউল, লডি, ট্রিপিয়ার্ডদের নিয়ে। দেখার পালা ঘরের মাঠে অখ্যাত কাদিজের বিপক্ষে কতটা বড় জয় নিয়ে টেবিলে এগিয়ে যায় অ্যাতলেটিকো মাদ্রিদ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply