Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » দুর্ঘটনায় স্ত্রী–মেয়েকে হারান, আহত ছেলেদের শয্যাপাশে নিয়েছিলেন সেনেটরের শপথ




আজকাল ওয়েবডেস্ক:‌ মঙ্গলবার থেকে রুদ্ধশ্বাস লড়াই। বলা ভালো, তার আগে থেকেই চলছে হাড্ডাহাড্ডি। শনিবার ঘোষণা হল। আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হচ্ছেন জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র। ১৯৪২ সালের ২০ নভেম্বর পেনসিলভেনিয়ায় জন্ম বাইডেনের। তাঁর বাবা–মা ছিলেন আইরিশ বংশোদ্ভুত। ১৯৭২ সালে প্রথম সেনেটর নির্বাচিত হন। তার পর আরও ছ’‌ বার পুনর্নির্বাচিত হয়েছেন। ৩৬ বছর সেনেটর হিসেবে কাজ করেছেন। ১৯৮৮ সালে প্রথম প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নামেন। তার পর ফের ২০০৮ সালে। সেবার বারাক ওবামার সহযোদ্ধা হন। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। এই বাইডেনের বিষয়ে কিছু অজানা কথা জেনে নেওয়া যাক— * ফুটবলে চৌখস ছিলেন। হাইস্কুল ফুটবল দলের হয়ে খেলতেন। * কুকুর খুব প্রিয়। দু’‌টি পোষ্য জার্মান শেফার্ড রয়েছে। চ্যাম্প এবং মেজর। * গাড়ির শখ। বাবার দেওয়া ৬৭ করভেট স্টিংরে এখনও রেখে দিয়েছেন। * তোতলা ছিলেন। আয়নার সামনে দাঁড়িয়ে ইয়েটস আর এমারসন আবৃত্তি করতেন। এভাবেই তোতলামি কাটিয়েছেন। * ১৯৭২ সালে এক গাড়ি দুর্ঘটনায় প্রথম স্ত্রী নেইলিয়া এবং এক বছরের মেয়ে অ্যামিকে হারিয়েছিলেন। দুই শিশুপুত্র বো এবং হান্টার ওই দুর্ঘটনায় গুরুতর জখম হয়। সে সময়ই প্রথম সেনেটর নির্বাচিত হয়েছিলেন বাইডেন। ছেলেদের সঙ্গে বেশি সময় কাটাবেন বলে ওয়াশিংটন ডিসি–তে আসতে চাননি। রোজ ট্রেনে চেপে উইলমিংটন থেকে সেখানে যাতায়াত করতেন। * এমনকী হাসপাতালে ছেলেদের শয্যার পাশে দাঁড়িয়ে সেনেটর শপথ গ্রহণ করেছিলেন বাইডেন। * ২৯ বছরে সেনেটর নির্বাচিত হন। আমেরিকার ইতিহাসে সর্বকনিষ্ঠ। মার্কিন সংবিধান অনুযায়ী, ৩০ বছর না হলে সেনেটর হওয়া যায় না। শপথের সময় বাইডেনের বয়স হয়ে যায় ৩০। তাই সমস্যা হয়নি। * আমেরিকার ইতিহাসে তিনি দ্বিতীয় ক্যাথলিক প্রেসিডেন্ট। জন এফ কেনেডি ছিলেন প্রথম। * আট বছর ওবামার সঙ্গে হোয়াইট হাউসে কাটিয়েছেন। অসম্ভব সখ্য ছিল। শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করতেন একসঙ্গে মধ্যাহ্নভোজ সারার। * আইনক্রিম খেতে অসম্ভব ভালোবাসেন। চকোলেট চিপ দেওয়া আইসক্রিম সবথেকে প্রিয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply