Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » এখন আর মাথায় চাপ নাই, দেশে ফিরে সাকিব




'দেশের ফেরাটা এবার ব্যতিক্রম। মাথার ওপর থাকা চাপ ছেড়ে আসতে পারলাম।' যুক্তরাষ্ট্রে থেকে দেশে ফিরে এমনটাই মন্তব্য সাকিব আল হাসানের। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে বঙ্গবন্ধু কর্পোরেট লিগ হবে প্রস্তুতির আদর্শ মঞ্চ। এই আসরেই আন্তর্জাতিক সিরিজের জন্য পুরোপুরি ফিট হবার কথাও জানান সাকিব। মার্কিন মুলুক কিংবা বিদেশ থেকে এর আগেও বহুবারই ফিরেছেন সাকিব। তবে এবারের মাথা উঁচু করে ফেরাটা যে একেবারেই ব্যতিক্রম। সাকিব ফিরলেন শাপ মোচন করে। দীর্ঘ ১ বছরের বেশি সময় পরে আবারো গণমাধ্যমের মুখোমুখি টাইগার ক্রিকেটের এই পোস্টার বয়। ডবল মাস্কের আড়ালে তার স্মিত হাসিটা দেখা না গেলও গোপন করলে না স্বস্তি। 'এবার দেশে এসেছি একটা নির্ভারতা নিয়ে। আগের বার তেমন রিলিফ ছিলাম না। চেষ্টা থাকবে প্রতিদিন যেনো উন্নতি করতে পারি। নিজের জায়গা থেকে নিজের সেরা পারফরম্যান্সটাকে যেনো ছাড়িয়ে যেতে পারি সেই চেষ্টাই থাকবে।' বলছিলেন সাকিব। আরো পড়ুন: সাকিবের নিষেধাজ্ঞার পেছনে পাপনের দায় কতটুকু? করোনাকালে ফিটনেসে মরচে ধরেছে অনেকেরই৷ তবে ব্যতিক্রম সাকিবকে প্রশংসার বানে ভাসিয়েছেন তার কোচেরা। সাকিবের কাছেই জানতে চাওয়া, তার ফিটনেসের সর্বশেষ অবস্থা। তিনি বলেন, যে অবস্থায় ছিলাম সেরকম এখন নাই। মাঝখানে যখন ট্রেনিং করছিলাম তখন ভালো একটা অবস্থানে চলে এসেছিলাম। এই এক মাস যদি গ্যাপ না যেতো তাহলে বেশ ভালো একটা অবস্থানেই হয়তো থাকতাম। যেহেতু এক মাসের বড় একটা গ্যাপ গেলো তাই বেশ খানিকটা পিছিয়ে গেছি। ফলে আরো কিছুটা সময় লাগবে। এই টুর্নামেন্ট শেষ হতে হতে আমি আমার পুরো ফিটনেস ফিরে পাবো বলে আশা করছি। আগামী বছরের ব্যস্ত শিডিউলের প্রস্তুতিটা সারতে চান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে৷ আবারো জানালেন দিতে চান সমর্থকদের আস্থার প্রতিদান। তিনি বলেন, এখন আমার সবচেয়ে বড় কাজ হলো সবার ভালোবাসা এবং আস্থার প্রতিদান দেয়া। সব ঠিক থাকলে ৯ নভেম্বর মিরপুরে নিজের ফিটনেসে প্রমাণ দেবেন এই বিশ্বসেরা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply