ধর্মান্তরিত না হলে ডিভোর্সের হুমকি!
ধর্মান্তরিত না হলে ডিভোর্সের হুমকি!
স্বামীর বিরুদ্ধে আবারও মুখ খুলেছেন প্রয়াত সঙ্গীত পরিচালক ওয়াজিদ খানের স্ত্রী কমলরুখ খান। রীতিমত বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। জানিয়েছেন- ওয়াজিদ তাকে ডিভোর্সের ভয় দেখাতেন। ২০১৪ সাল থেকে আলাদা থাকলেও শেষ পর্যন্ত তাদের বিচ্ছেদ হয়নি বলে জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।
এক সাক্ষাৎকারে কমলরুখ খান জানান, ওয়াজিদ ভীষণ ভালো মানুষ এবং প্রতিভাবান সংগীত পরিচালক। কিন্তু তিনি খুব সহজেই অন্যের কথায় প্রভাবিত হতেন। দুই সন্তান হওয়ার পরও তাদের মধ্যে ঝামেলা হতো।
২০১৪ সালে ওয়াজিদ তাকে ডিভোর্সের হুমকি দিতেন বলেও জানান কমলরুখ। তার ভাষায়, ওয়াজিদ চেয়েছিলেন আমি ধর্মান্তরিত হই। তা না হলে আমাকে ডিভোর্স দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল।
আলাদা হওয়ার পর মায়ের সঙ্গে থাকতেন ওয়াজিদ। হৃদরোগে আক্রান্ত হয়ে ২০২০ সালের ১ জুন না ফেরার দেশে চলে যান তিনি। শেষ সময়ে ওয়াজিদের সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল কমলরুখের। কিন্তু করোনার কারণে সেটি সম্ভব হয়নি বলেও আফসোস রয়েছে তার।
Tag: Entertainment
No comments: