Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ৯-এ ফিরল বাংলাদেশ, তালিকা থেকেই বাদ আফগানিস্তান




৯-এ ফিরল বাংলাদেশ, তালিকা থেকেই বাদ আফগানিস্তান

টেস্ট র‍্যাংকিংয়ে ৯ নম্বর জায়গাটা আবার ফিরে পেয়েছে বাংলাদেশ। বুধবার আইসিসির র‍্যাংকিংয়ে আফগানিস্তানকেও বাংলাদেশের উপরে দেখানো হচ্ছিলো। অর্থাৎ, আফগানিস্তান ছিলো ৯ নম্বররে আর বাংলাদেশ ১০-এ। কিন্তু র‍্যাংকিংটি পরে রিভাইস করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। আর এতে যথেষ্ট ম্যাচ না খেলায় আফগানিস্তানকে তালিকা থেকেই বাদ দেয়া হয়। স্বাভাবিকভাবেই ৯ এ উঠে আসে টাইগাররা। কিন্তু র‍্যাংকিংয়ে অবস্থানটা সেই তলানিতেই থাকল। র‍্যাংকিংই বলে দিচ্ছে ক্রিকেটের অভিজাত সংস্করণে বাংলাদেশের দুরবস্থার চিত্র। গতকালের র‍্যাংকিংয়ে আফগানিস্তানের পয়েন্ট দেখানো হয় ৫৭। যেখানে বাংলাদেশের পয়েন্ট ৫৫। এদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে সাদা পোশাকের সেরা দল এখন নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়াকে দুই নম্বরে নামিয়ে দিয়েছে তারা। তালিকায় অন্যান্য দলগুলো আগের অবস্থানেই আছে। যথাক্রমে ৩, ৪ ও ৫-এ আছে ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের অবস্থান ৭-এ। বাংলাদেশের উপরে আছে ওয়েস্ট ইন্ডিজ। মুমিনুলদের এমন অবস্থান অবশ্য অনুমেয় ছিল। সবশেষ ৭টি টেস্টের মধ্যে টাইগাররা হেরেছে ৬টিতেই! এরমধ্যে ২০১৯ সালে ৫টি টেস্ট খেলে বাংলাদেশ। হেরেছে সবকটিতেই। ভয়ংকর ব্যাপার হচ্ছে নিউজিল্যান্ড এবং ভারতের বিপক্ষে ৪ টেস্টের সবগুলোতে ইনিংস ব্যবধানে হেরেছেন মুমিনুলরা! অন্য ম্যাচে আফগানিস্তানের কাছেও চট্টগ্রামে ২২৪ রানের বড় ব্যবধানে হার। করোনা জর্জরিত গেল বছরে বাংলাদেশ টেস্ট খেলেছে মোটে ২টি। এরমধ্যে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতেও ইনিংস ব্যবধানে হারতে হয়েছে। অন্য ম্যাচটিতে জয় পেয়েছে বাংলাদেশ তবে সেটি জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে। সেই জিম্বাবুয়েও নাই টেস্ট র‍্যাংকিংয়ের তালিকাতে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply