Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » জীবন পেয়ে লাবুশেনের সেঞ্চুরি, স্বস্তিতে অস্ট্রেলিয়া




ভারত অস্ট্রেলিয়ার লড়াই। ছবি : সংগৃহীত চোটে জর্জরিত ভারত শিবির। নিয়মিত তারকাদের ছাড়া অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে ব্রিসবেন পরীক্ষায় নেমেছে ভারত। কিন্তু গ্যাবায় সফরকারীদের ভুগিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মার্নাস লাবুশেন। জীবন পেয়ে তুলে নিয়েছেন সেঞ্চুরি। তাঁর শতকে ভর করে ব্রিসবেন টেস্টের প্রথমদিন শেষে স্বস্তিতে অস্ট্রেলিয়া। আজ শুক্রবার সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের প্রথম দিন পাঁচ উইকেটে ২৭৪ রান করেছে অস্ট্রেলিয়া। দিন শেষে ৩৮ রানে উইকেটে ছিলেন অধিনায়ক টিম পেইন। তাঁর সঙ্গে ২৮ রানে অপরাজিত আছেন ক্যামরন গ্রিন। লাবুশেন করেছেন ১০৮ রান। যদিও ম্যাচের শুরুটা দারুণ ছিল ভারতের। ১৭ রানের মধ্যে দুই অসি ওপেনারকে তুলে নিয়েছে ভারতীয় বোলাররা। দ্রুত দুই উইকেট হারিয়ে ধুঁকছিল অসিরা। ওই মুহূর্তে আউট হতে পারতেন তিনে নামা লাবুশেনও। কিন্তু নিজেদের ভুলে আফসোসে পোড়ে ভারত। দু-দুবার লাবুশেনকে জীবন দিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। আর জীবন পেয়ে লাবুশেন খেলেছেন ১০৮ রানের ইনিংস। লাবুশেনের আগে ম্যাচের শুরুতে মোহাম্মদ সিরাজের পঞ্চম বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ডেভিড ওয়ার্নার (১)। এরপর আউট হন সুযোগ পাওয়া মার্কাস হ্যারিস। পাঁচ রানে তাঁকে ফেরান শার্দুল ঠাকুর। এরপর টিকে যান লাবুশেন। ইনিংসের ৩৬তম ওভারে নবদীপ সাইনির বলে স্লিপে সহজ ক্যাপ তুলে দেন লাবুশেন। কিন্তু ধরতে পারলেন না অধিনায়ক আজিঙ্কা রাহানে। উল্টো ওই বলে কুঁচকিতে চোট পেয়ে মাঠ ছাড়েন সাইনি। তখন ৩৭ রানে অপরাজিত ছিলেন লাবুশেন। এরপর ৪৬তম ওভারে ফের লাবুশেনের ক্যাচ ফেলে দেয় ভারত। অভিষিক্ত নটরাজনের বলে স্লিপে ক্যাচ তুলে দেন লাবুশেন। সেই ক্যাচ মিস করেন চেতেশ্বর পূজারা। তখন ৪৮ রানে অপরাজিত ছিলেন লাবুশেন। এরপর দিনের বেশি অংশ ভারতকে ভোগান লাবুশেন। জীবন পাওয়া লাবুশেন ১৯৫ বলে তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। লাবুশেন ফিরলে পেইন ও গ্রিনের ব্যাটে শেষ পর্যন্ত ২৭৪ রানে দিন শেষ করে স্বাগতিকরা। সংক্ষিপ্ত স্কোর : অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ৮৭ ওভারে ২৭৪/৫ (ওয়ার্নার ১, হ্যারিস ৫, লাবুশেন ১০৮, স্মিথ ৩৬, ওয়েড ৪৫, গ্রিন ২৮*, পেইন ৩৮*; সিরাজ ১৯-৮-৫১-১, নটরাজন ২০-২-৬৩-২, শার্দুল ১৮-৫-৬৭-১, সাইনি ৭.৫-২-২১-০, ওয়াশিংটন ২২-৪-৬৩-১, রোহিত ০.১-০-১-০)।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply