অবশেষে সেঞ্চুরির দেখা পেলেন স্মিথ
গত এক বছর ব্যাট হাতে স্টিভেন স্মিথের সময়টা একটুও ভালো যাচ্ছিলো না। যে কারণে তাকে বেশ সমালোচনায়ও পড়তে হয়েছে। এবার গর্জে উঠলেন তিনি। ১৬ মাস পর দিলে সমালোচনার জবাব। শুক্রবার সিডনি টেস্টের দ্বিতীয় দিনে দারুণ এক সেঞ্চুরি উপহার দিলেন এই ক্রিকেট তারকা।
সিডনিতে শুক্রবার নিজের টেস্ট ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরির দেখা পেলেন স্মিথ। ব্যাটিংয়ের শুরু থেকেই ছন্দ ধরে রেখে দলকে এগিয়ে নেন তিনি। মার্নাস লাবুশেনের সঙ্গে দারুণ জুটিতে ১৩ বাউন্ডারিতে ২০১ বলে সেঞ্চুরি স্পর্শ করেন স্মিথ। তার ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ৩২৬ রান করেছে অস্ট্রেলিয়া। স্মিথ করেছেন ১৩১ রান।
এরআগে স্মিথ ২০১৯ সালের সেপ্টেম্বরে সবশেষবার টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। ওই ম্যাচে ২১১ রান করেছিলেন তিনি। এরপর টানা ১৪ ইনিংসে তিন অংকের দেখা পাননি এই অসি তারকা। চলতি সিরিজেও সময়টা ভালো যাচ্ছিল না। ভারতের বিপক্ষে প্রথম দুই ম্যাচের চার ইনিংসে করেন ১, ১*, ০ ও ৮ রান। অবশেষে শুক্রবার স্বরূপে ফিরলেন এ তারকা।
Tag: English News games
No comments: