সিরাজগঞ্জে জয়ী কাউন্সিলরকে হত্যার মূল আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জে পৌর নির্বাচনে জয়ী কাউন্সিলর তরিকুল হত্যা মামলার প্রধান আসামি জাহিদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ছুরিও।
শুক্রবার (২২ জানুয়ারি) সকালে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাসিবুল আলম জানান, হত্যার সাথে সরাসরি যুক্ত ছিলেন জাহিদুল ইসলাম। এ তথ্য নিশ্চিত হওয়ার পরই অভিযান শুরু হয়। পরে, ঢাকা মহানগর পুলিশ ও পিবিআইয়ের সহযোগিতায় যাত্রাবাড়ির ধলপুর থেকে গতরাতে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর জাহিদুলকে সিরাজগঞ্জে নিয়ে তার বাড়ির পাশ থেকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।
নির্বাচনের তিনদিন আগে কাউন্সিলর প্রার্থী শাহাদত হোসেন বুদ্দিনের প্রচারণায় যোগ দিতে ঢাকা থেকে সিরাজগঞ্জ যান জাহিদুল। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।
Tag: English News politics
No comments: