sponsor

sponsor

Slider

বিশ্ব

জাতীয়

রাজনীতি

খেলাধুলা

বিনোদন

ফিচার

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » যুক্তরাষ্ট্রে আবার বাড়ল বেকারত্বের হার
বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাকালে এপ্রিলের পর গত ডিসেম্বরে আবার বেড়েছে বেকারত্ব হার। বর্তমানে দেশটির বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ রয়েছে ১ লাখ ৪০ হাজার। এরপরও চাকরি হারানোর হার এখনও ৬.৭ শতাংশ রয়েছে। সূত্র: যুক্তরাষ্ট্রের শ্রম দফতর। সংস্থাটির দেয়া তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ফেব্রুয়ারি থেকে মার্কিন চাকরির বাজার থেকে ছিটকে পড়তে থাকে কর্মজীবীরা। মার্চ মাস কোন রকম পার হলেও এপ্রিলে এসে ব্যাপক পতন ঘটে কর্মসংস্থানের। এরপর মার্কিন সরকারের নেয়া নানা পরিকল্পনা বাস্তবায়নের ফলে বাড়তে থাকে চাকরির সুযোগ। তবে, গত ডিসেম্বরে আবার বেড়ে যায় চাকরি হারানোর প্রবণতা। বলা হচ্ছে, করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ার আশঙ্কায় রেস্তোরাঁ ও বারগুলোতে (মাদকের দোকান) নতুন করে আরোপিত বিধি-নিষেধ দেশটিতে কর্মসংস্থানের সুযোগ কমিয়ে বেকারত্বের হার বাড়িয়ে তুলেছে। ব্রিটিশ গণমাধ্যম বলছে, এই পরিসংখ্যানে বোঝা যায় মার্কিন অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করলেও এখনও তা ঝুঁকি ও ভঙ্গুর পরিস্থিতির মধ্যেই আটকে আছে। করোনাকালে দেশটির ২ কোটি মানুষ কাজ হারালেও বর্তমানে প্রায় অর্ধেক আবার কাজে ফিরেছে। এটা স্বস্তির খবর হলেও আশঙ্কার কথা হলো এখনও ১ কোটির বেশি মানুষ কর্মসংস্থানের বাইরেই রয়ে গেছে। তবে, এর মধ্যে অবশ্য ৭০ লাখ আছে যারা কাজের ভালো সুযোগ সন্ধানের কারণে চাকরিতে ফেরেননি বা এমন অন্য কারণে তারা কাজের বাইরে রয়ে গেছেন। আর এই কর্মসংস্থানের অভাব কম বেতনভোগীদের সবচেয়ে বেশি দুরবস্থার ভেতরে ফেলে দিয়েছে। কম করে কর্মের সুযোগ তৈরি হচ্ছিল কিন্তু গত মাসে এসে আবার বাড়তে থাকে বেকারত্বের হার।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply