Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » য়েস্ট ইন্ডিজ ৩০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলেছে ৮৮ রান




একশ'র আগেই আট উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়নাডে ম্যাচে টস জিতে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ দ্রুত উইকেট হারিয়ে ধুঁকছে। শুরুতে সফরকারী শিবিরে ধাক্কা দেন মুস্তাফিজ। এরপর জোড়া আঘাত হানেন স্পিনার মেহেদি মিরাজ। তুলে নেন কেজর ওটলি এবং জসুয়া ডি সিলভাকে। বল হাতে নিয়ে সাকিব তুলে নিয়েছেন দুই উইকেট। ও

। ‌ ক্রিজে আছেন রোভম্যান পাওয়েল ও আলজারি জোসেপ। অন্য ওপনার আমব্রিস ৬ রান করে মুস্তাফিজের বলে আউট হন। এরপর অভিষিক্ত কেজর ওটলি ২৪ রানে ক্যাচ বানিয়ে এবং জসুয়া ডি সিলভাকে বোল্ড করে দেন ডানহাতি স্পিনার মিরাজ। পরর উইকেটটি তুলে নেন সাকিব। তাকে সুইপ খেলতে গিয়ে ৩ রানে বোল্ড হয়ে ফেরেন আন্দ্রে ম্যাককার্টি। আর প্রথম ম্যাচে ভালো খেলা কাইল মায়ার্স রান আউটে কাটা পড়েন। এরপর সাকিবের বলে অধিনায়ক জেসন মোহাম্মদ সাজঘরে ফেরেন। পেসার হাসান মাহমুদ ফেরান এনকুরুমা বোনারকে। আর মিরাজের বলে আউট হন রেমন রেইফার। বাংলাদেশ দ্বিতীয় এই ওয়ানডে ম্যাচেও একই দলের ওপর ভরসা রেখেছে। তবে ওয়েস্ট ইন্ডিজ দলে এসেছে একটি পরিবর্তন। ৩১ বছর বয়সী ব্যাটসম্যান কেজর ওয়াটলিকে দলে নিয়েছে তারা। ত্রিশের গন্ডি পেরিয়ে অভিষেক হয়েছে বাঁ-হাতি এই অলরাউন্ডারের। বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সোম্য সরকার, মেহেদি মিরাজ, হাসান মাহমুদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান। ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনীল আমব্রিস, জসুয়া ডি সিলভা, আন্দ্রে ম্যাককার্টি, জেসন মোহাম্মদ, কাইল মায়ার্স, এনকুরুমা বোনার, রোভম্যান পাওয়েল, রেমন রেইফার, আলজারি জোসেপ, আকিল হোসেন, কেজর ওটলি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply