চসিক নির্বাচন: মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ১৫ হাজার সদস্য
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ, বিজিবি, র্যাব, আনসারসহ প্রায় ১৫ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করছে।
মঙ্গলবার সকালে শহরের চারটি পয়েন্ট থেকে ৭৩৫টি ভোট কেন্দ্রে ইভিএমসহ নির্বাচনী মালামাল পাঠানো শুরু করেছে ইসি।
এবারের সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ৭ জন, সাধারণ কাউন্সিলর প্রার্থী ১৭২ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ৫৭ জন। ৪১টি ওয়ার্ডের সবগুলো কেন্দ্রে ভোট হবে ইভিএমে।
২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনে অনুষ্ঠিত হবে ভোট। এবারের সিটি নির্বাচনে ১শ ৭২জন পুরুষ এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৫৭ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন
Tag: English News politics
No comments: