Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » টয়লেটে ৫ ঘণ্টা আটকে ছিলেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যান




ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকদের তাণ্ডবে টানা ৫ ঘণ্টা মার্কিন ক্যাপিটল ভবনের টয়লেটে আটকে থাকতে হয়েছে কংগ্রেসওমেন গ্রেম মিংকে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তিনি একটি সেলফি টুইট করেন নিজের আইডিতে। পোস্টের ক্যাপশনে লিখেছেন ‘ডাই’। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে তারা লিখেছে, ওই একই সময়ে কংগ্রেস ভবনে উপস্থিত রাজনৈতিক কলামিস্ট জেমি স্টাইমও আটকে ছিলেন ভবনের ভেতরে। তিনি বলেছেন, মনে হচ্ছিল কারও হাতে কোনো নিয়ন্ত্রণ নেই। টয়লেটে আটকেপড়া প্রসঙ্গে গ্রেম মিংকে বলেন, দরজার বাইরে বিদ্রোহীরা ইউএস, ইউএস বলে চিৎকার করছিল। তাদের তাণ্ডবে আমি খুব ভয় পেয়েছিলাম। তবে আমি এখন নিরাপদে আছি, ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। জেমি স্টাইম বলেন, ক্যাপিটল ভবনের বাইরে ট্রাম্পের কিছু বেপরোয়া সমর্থকের মুখোমুখি হই আমরা। তাদের সবাই পতাকা ওড়াচ্ছিল ও ট্রাম্পের প্রতি সমর্থন জানাচ্ছিল। আমি প্রতিনিধি পরিষদের প্রেস গ্যালারিতে ঢুকে যাই। অধিবেশন দ্বিতীয় ঘণ্টায় গড়ালে হঠাৎ আমরা কাচ ভাঙার আওয়াজ শুনতে পেলাম। বাতাস ধোঁয়াচ্ছন্ন হতে শুরু করল। ক্যাপিটল ভবনের পুলিশের পক্ষ থেকে ঘোষণা এল, এক ব্যক্তি ভবনে ঢুকে পড়েছে। একধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ছিল। তিনি আরো বলেন, মনে হচ্ছিল কারও হাতে কোনো নিয়ন্ত্রণ নেই, পুলিশ ভবনের নিয়ন্ত্রণ হারিয়েছে, যে কোনো কিছু ঘটে যেতে পারে। একটি গুলি চলেছিল। চেম্বারের ভেতরে তখন বিক্ষোভকারী আর পুলিশের মুখোমুখি অবস্থান। দরজায় পাঁচজন লোক বন্দুক নিয়ে দাঁড়িয়ে। ভয়ানক একটা অবস্থা। এটি ছিল জনগণের মতামতকে ছোট করা। এ কারণেই স্পিকার অধিবেশন চালিয়ে যেতে চেয়েছিলেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply