Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ইংলিশ লিগের ফাইনালে ম্যানসিটি




ইংলিশ লিগের ফাইনালে ম্যানসিটি

ইংলিশ লিগ কাপের ফাইনালে উঠলো ম্যানচেস্টার সিটি। সেমিফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে সিটিজেনরা। এপ্রিলে ফাইনালের মঞ্চে তাদের প্রতিপক্ষ টটেনহ্যাম। এর আগে সবশেষ যে ৫ আসরে তারা সেমিফাইনালে উঠেছে, তার সবক'টিতেই চ্যাম্পিয়ন হয়েছে। তবে ২০১৭'র পর আর এ প্রতিযোগিতার ফাইনালে ওঠা হয়নি ইউনাইটেডের। ম্যানচেস্টারকে লাল রঙে রাঙাতে চেয়েছিলেন হেন্ডারসন। তবে, ইউনাইটেড গোলরক্ষকের সে আশা হয়েছে ধূলিসাৎ। ডার্বি জিতে লিগ কাপের ফাইনালের মঞ্চে পৌঁছে গেছে ম্যানসিটি। করোনা মহামারিতে সংক্ষিপ্ত হয়ে আসা মৌসুমে লিগ কাপের সেমিফাইনাল সিঙ্গেল লেগের। ওল্ড ট্র্যাফোর্ডেই হবে মীমাংসা। ঘরের মাঠে শুরুটাও একেবারে খারাপ হয়নি ইউনাইটেডের। তবে, ৩ মিনিটে অফ সাইডের বাধায় গোলবঞ্চিত রাশফোর্ড। মিনিট তিনেক বাদে একই দশা সিটিজেনদেরও। ভিএআরে বাতিল গুনদোগানের গোল। প্রথমার্ধে আরও একদফা অফসাইডের কারণে এগোনো হয়নি পেপ গার্দিওলার দলের। তবে, নগর জয়ের চেষ্টায় ছাড় দেয়নি কেউ। সিটির গোলরক্ষক স্টেফেন দুর্দান্ত সেইভ না করলে, ব্রুনো ফার্নান্দেস ৯ মিনিটেই এগিয়ে নিতে পারতেন ডেভিলদের। ১৩ মিনিটে ডি ব্রুইনার শট পোস্টে লেগে ফিরলে আফসোসে পোড়ে সিটিজেনরাও। দ্বিতীয়ার্ধের শুরুতে ভাঙে ডেডলক। ৩ বছরেরও বেশি সময় পর গোল করেন জন স্টোনস। ঠিক ১১৬২ দিন পর করা গোলটা লিগ কাপে ম্যানসিটি ডিফেন্ডারের ক্যারিয়ারের ২য় গোল। লিড নিয়েই যেনো আক্রমণে ছন্দ পেয়ে যায় সফরকারীরা। স্টার্লিং-স্টোনসদের শট ঠেকাতে হিমশিম খেতে হয় স্বাগতিক ইউনাইটেড গোলরক্ষক হেন্ডারসনকে। খুব একটা গুছিয়ে উঠতে পারেনি ফার্নান্দেজ-পগবা-রাশফোর্ড-মার্শিয়ালরা। ৮৩ মিনিটে ফার্নান্দিনহোর গোলে সমতায় ফেরার আশাও হয় ফিকে। ২-০'তে লিড নেয় ম্যানচেস্টার সিটি। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জিতেছে সিটি। গার্দিওলার অধীনে লিগ কাপের ২৪ ম্যাচে মাত্র ২ হার দলটির। এবার অষ্টম শিরোপায় চোখ সবশেষ ৩ আসরের চ্যাম্পিয়নদের।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply