২৫০ কোটি ডলার ক্ষতিপূরণ দিল বোয়িং
নিজেদের বিরুদ্ধে আসা অভিযোগের প্রেক্ষিতে মার্কিন সরকারকে ২৫০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। সম্প্রতি মার্কিন বিচার বিভাগের তদন্তে উঠে এসেছে দুটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় বোয়িং কর্তৃপক্ষের কি কি উদাসীনতা ছিল। অভিযোগ প্রমাণিত হওয়ার পরই বোয়িংকে জরিমানা করা হয় এবং এ অর্থ পরিশোধে সম্মতি জানিয়েছে বোয়িং।
জরিমানার মধ্যে ১৭৭ কোটি ডলার দেওয়া হবে ওই বিমানের যাত্রীদের। ৫০ কোটি ডলার দেওয়া হবে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যাত্রীর পরিবারের সদস্যদের। দুটি বিমান দুর্ঘটনা এবং প্রাণহানির পর প্রায় ২০ মাস বন্ধ ছিল বোয়িংয়ের সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের বিমান চলাচল। দুর্ঘটনার তদন্তে উঠে আসে, গাফিলতি এবং তথ্য গোপন করার সত্যতা।
যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান স্টিভ ডিকসন বলেন, ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এ বিমানকে যাত্রীসহ উড্ডয়নের অনুমতি তত দিন পর্যন্ত দেবে না, যত দিন না বোয়িং যাত্রী পরিবহনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে। পাশাপাশি ইথিওপিয়া ও ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য কিছু করার নির্দেশ দেয় এফএফএ।
বোয়িং ক্ষতিপূরণ দিতে সম্মত হওয়ায় সন্তোষ প্রকাশ করে স্টিভ ডিকসন বলেন, যারা মারা গেছেন দুর্ঘটনায়, তাদের পরিবারের সদস্যদের সামনে কথা বলার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এ ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে যেন কখনো না ঘটে, সে বিষয়ে বোয়িংকে প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানান তিনি।
Tag: English News world
No comments: