Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ২০ বছরের যুবকের মতো শক্তপোক্ত সৌরভের হার্ট: দেবী শেঠি




২০ বছরের যুবকের মতো শক্তপোক্ত সৌরভের হার্ট: দেবী শেঠি

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির হৃদযন্ত্রের ধমনীতে তিনটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে ডান দিকের ধমনীতে ৯০ শতাংশের বেশি ব্লক ধরা পড়েছে। সেটির অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয়েছে। সৌরভের চিকিৎসায় নিয়োজিত আছেন উপমহাদেশের স্বনামধন্য কার্ডিয়াক স্পেশালিস্ট দেবী শেঠি। দক্ষিণ কলকাতার উডল্যান্ড হাসপাতালে পাঁচজন কার্ডিয়াক স্পেশালিস্টের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে কলকাতার মহারাজকে। তবু ঝুঁকি নিতে চায় না ভারত সরকার। সৌরভের চিকিৎসায় এই পাঁচ চিকিৎসকের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি। ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর, সৌরভের চিকিৎসার জন্য বেঙ্গালুরু থেকে চার্টার্ড বিমানে উড়িয়ে আনা হচ্ছে দেবী শেঠিকে। মঙ্গলবার (০৫ জানুয়ারি) পুরো টিম নিয়ে কলকাতা পৌঁছান দেবী শেঠি। সৌরভকে দেখে দেবী শেঠি জানান, ২০ বছর বয়সে সৌরভের হার্ট যেমন শক্তপোক্ত ছিল, এখনো তেমনই রয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) বিশিষ্ট এই চিকিৎসক উডল্যান্ডস হাসপাতালে সৌরভের চিকিৎসার জন্য তৈরি মেডিকেল বোর্ডের নয় জনের সঙ্গে আলোচনা সারেন। সেখানেই সৌরভের পরবর্তী চিকিৎসা কী হবে, তা নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়। দেবী শেঠি বলেন, সঠিক সময়ে সঠিক চিকিৎসা করা হয়েছে সৌরভের। উন্নত বিশ্বের যে কোনও দেশে ঠিক এই চিকিৎসাই করা হত। এর বাইরে কিছু হত না। এখন বাইপাস সার্জারির পরেও সংশ্লিষ্ট রোগী বাণিজ্যিক বিমান চালানোর লাইসেন্স পেতে পারেন। অর্থাৎ, নিজের তো বটেই, ৩০০-৪০০ যাত্রীর দায়িত্বও তিনি নিতে পারেন। সৌরভও কয়েকদিন পর ম্যারাথন দৌড়োতে পারবেন। চাইলে বিমানও চালাতে পারবেন। জটিল কিছু হয়নি। আপাতত অন্য সকলের মতোই ঘরে বসে কাজও করতে পারবেন সৌরভ। তিনি ইএসপিএন ক্রিকইনফোকে জানান, 'সৌরভের কোনো বড়সড় সমস্যা নেই। তার যে সমস্যা রয়েছে সেটা অধিকাংশ ভারতীয়’র কখনো না কখনো হয়ে থাকে। তার করোনারি আর্টারিতে ব্লক রয়েছে। প্রশ্ন হল, তার কি হার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে? একদম নয়। ব্লকেজের কারণে কিছুটা অস্বস্তি হয়েছিল। ঠিক সময়ে হাসপাতালে চলে আসায় একদম ঠিকঠাক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।' সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply