ভারত সফরের দল দেখে ভন বললেন ‘পাগলামি’
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দুই টেস্টের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড(ইসিবি)। ১৬ সদস্যের এই দল দেখে নিজের ক্ষোভ আটকে রাখতে পারেননি সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। টুইটারে লিখেছেন, ভারতের বিপক্ষে এই দল নিয়ে খেলতে যাওয়া হবে স্রেফ পাগলামি!
চলতি শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজে ধুঁকছেন ইংলিশদের দুই ওপেনার জ্যাক ক্রলি ও ডম শিবলি। তবে চেন্নাইয়ে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে দলে আছেন দুজনই।
শ্রীলঙ্কার স্পিন-নির্ভর উইকেটে ফর্মে আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। লঙ্কানদের বিপক্ষে ব্যাটিংয়ে তিনে নেমে রানও পাচ্ছেন তিনি। অথচ প্রথম দুই টেস্টের ১৬ সদস্যের দলে জায়গা হয়নি এই ডানহাতি ব্যাটসম্যানের!
টপ অর্ডারের তিন ক্রিকেটারের উপমহাদেশীয় যেকোনো কন্ডিশনে খেলার অভিজ্ঞতা আছে উল্লেখ করে বাকিদের দলভুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন ভন। তবে এই তিনজনের নাম উল্লেখ করেননি তিনি।
‘বিশ্বের সেরা দল ভারতের বিপক্ষে পুরো দলের মধ্যে কেবল তিনজন যেকোনো উপমহাদেশীয় পরিবেশে মাথা ঠাণ্ডা রেখে খেলতে পারে। দুনিয়া পাগল হয়ে গেছে…’
ভারতের বিপক্ষে চার টেস্ট, পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। প্রথম দুই টেস্ট হবে চেন্নাইয়ের চিদাম্বরাম স্টেডিয়ামে। পরের দুই টেস্ট হবে আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে।
প্রথম দুই টেস্টের ইংল্যান্ড দল:
জো রুট (অধিনায়ক), জফরা আর্চার, মঈন আলি, জেমস অ্যান্ডারসন, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলি, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ডম শিবলি, বেন স্টোকস, ওলি স্টোনস ও ক্রিস ওকস।
Tag: English News games
No comments: