Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ভারতীয় উইকেটরক্ষকের প্রতারণা, সমালোচনার ঝড়




ভারতীয় উইকেটরক্ষকের প্রতারণা, সমালোচনার ঝড়

অস্ট্রেলিয়া-ভারতের টেস্ট সিরিজে সমতা। সিডনিতে যে দল জিতবে তাদের অন্তত সিরিজ হারের চিন্তা করতে হবে না। দ্বিতীয় টেস্ট হেরে যাওয়ায় সিরিজে ফিরতে মরিয়া অস্ট্রেলিয়া। দলে ফিরেছেন ওয়ার্নার, অভিষেক হয়েছে তরুণ উইল পুকোভস্কির। অভিষেক ইনিংসে ফিফটি হাঁকালেও, একবার জীবন পেয়েছিলেন ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান। ব্যক্তিগত ৩২ রানে সিরাজের বলে ক্যাচ দেন পুকোভস্কি। প্রথম দেখায় মনে হয় উইকেটের পেছনে থাকা রিশভ পন্ত ক্যাচটি নিয়েছিলেন। ক্যাচ লুফে নেওয়ার উইকেট পাওয়ার উল্লাসও করে টিম ইন্ডিয়া। তবে নিশ্চিত হতে রিপ্লেতে দেখা যায় ক্যাচটি নিতে পারেননি পন্ত। এরপরই শুরু হয় সমালোচনার ঝড়। অ্যাডিলেডে ৩৬ রানে অলআউট হওয়ার পর সামাজিকমাধ্যমগুলোতে ট্রলের শিকার হয় পুরো ভারত দল। তবে এবার কেন্দ্রে ছিলেন একজন রিশাভ পন্ত। তার এমন আচরণ নিয়ে টুইটারে সরব হতে থাকেন বিশ্বব্যাপী সমর্থকরা। শুধু অস্ট্রেলিয়া না, নিজ দেশ ভারতের ভক্তরাও ছাড় দেননি। অনেকেই টুইট করেন ধোনিকে কতটা মিস করছে টিম ইন্ডিয়া। ক্যাচটি গ্লাভসবন্দি করতে পারেননি, এরপরও আউট হয়েছে এমন ভঙ্গি করায়, পন্তকে প্রতারকও বলেছেন অনেকে। কেউ কেউ তাকে তুলনা করেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক কামরান আকমালের সঙ্গেও। ভদ্রলোকের খেলা ক্রিকেটে এমন আচরণ মেতে নিতে পারেননি অনেকেই। সমালোচনা সামাজিকমাধ্যমেই সীমাবদ্ধ নেই। ভারত-অস্ট্রেলিয়ার শীর্ষ গণমাধ্যমগুলো সরব। পন্তকে অনেকেই মিথ্যুক-প্রতারক বলছেন, সে খবর প্রচার করেছে গণমাধ্যমগুলো। অবশ্য এমন দুর্দিনেও অস্ট্রেলিয়ার কিংবদন্তি ইয়ান চ্যাপেলকে পাশে পাচ্ছেন পন্ত। ক্যাচ ধরতে না পারলেও, পন্ত আউটের আপিল করেননি বলে মন্তব্য করেছেন চ্যাপেল। পন্তের এমন আচরণে হতাশ শেন ওয়ার্ন। ক্রিকেটে এমন ঘটনা নতুন নয়। বাংলাদেশের বিপক্ষেও এমন ঘটনা করে পার পেয়ে গেছেন রশিদ লতিফ। তবে এবার প্রযুক্তির জন্য পন্তের কথিত প্রতারণা ধরা খেয়ে গেল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply