গাংনী পৌর নির্বাচন উপলক্ষে মটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি আগামি
ী মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচন উপলক্ষে যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে জরুরী বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার বিআরটিএ উপপরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ আব্দুল রাজ্জাক স্বাক্ষরিত এ জরুরী বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৩২ ধারা অনুযায়ী ১৪ জানুয়ারী বৃহস্পতিবার রাত ১২টা থেকে ১৭ জানুয়ারী সোমবার সকাল ৬ টা পর্যন্ত মটরসাইকেল ও ১৫ জানুয়ারী রাত ১২ টা থেকে ১৬ জানুয়ারী রাত ১২ টা পর্যন্ত ট্রাক ও পিকআপ চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে কর্তৃপক্ষের অনুমতির প্রেক্ষিতে প্রার্থী/তাদের এজেন্ট,দেশী বিদেশী পর্যবেক্ষক,দেশী বিদেশী সাংবাদিক,নির্বাচনে কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী,আইশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য,এ্যামম্বুলেন্স,ফায়ার সার্ভিস,বিদ্যুৎ,ডাক টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রম নিষেধজ্ঞার প্রযোজ্য হবেনা।
Home
»
others
»
Zilla News
» ১৬ জানুয়ারী গাংনী পৌর নির্বাচন উপলক্ষে মটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: