Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বিশ্বকে গণতন্ত্রের সবক দেয়া যুক্তরাষ্ট্রে নজিরবিহীন তাণ্ডব




বিশ্বকে গণতন্ত্রের সবক দেয়া যুক্তরাষ্ট্রে নজিরবিহীন তাণ্ডব অকল্পনীয়! অবিশ্বাস্য! নির্বাচন পরবর্তী সহিসংতায় রীতিমত রণক্ষেত্র, বিশ্বকে গণতন্ত্রের সবক দেয়া মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্পের ক্ষমতা লিপ্সায় পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে তাণ্ডব চালিয়েছে তার সমর্থকরা। যাতে প্রাণ গেছে অন্তত ৪ জনের। আটক অর্ধশতাধিক। পরিস্থিতি সামাল দিতে ওয়াশিংটন ডিসিতে কারফিউ জারি করা হয়েছে। গণতন্ত্রের বাতিঘর মার্কিন পার্লামেন্ট ভবনে এমন দৃশ্য রীতিমতো অকল্পনীয়। ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় ক্যাপিটল হিল। ট্রাম্পের এমন বক্তব্যেই সহিংসতার সূত্রপাত। এরপর যা ঘটেছে মার্কিন ইতিহাসে তা একেবারেই নজিরবিহীন। পুলিশের বাধা উপেক্ষা করে পার্লামেন্টের ভেতরে, বাইরে তাণ্ডব চালে ট্রাম্প সমর্থকদের। দফায় দফায় সংঘর্ষে ঘটে প্রাণহানিও। পরিস্থিতি যখন চরমে তখনও উস্কানিমূলক বক্তব্য দিয়ে যান ট্রাম্প। তার এমন আচরণকে অসহনীয় আখ্যা দেন বাইডেন। বিকেলের পর বিক্ষোভকারীদের হটিয়ে পার্লামেন্টের নিয়ন্ত্রণ নেয় পুলিশ। উত্তপ্ত পরিস্থিতিতেই রাতে ফের অধিবেশন শুরু হয়। বিক্ষোভ উস্কে দেয়ায় ট্রাম্পকে একহাত নেন রিপাবলিকান ও ডেমোক্রেট আইনপ্রনেতারা। সহিংসতা আর বাধা পেরিয়েই গভীররাতে জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে নতুন প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দেয় কংগ্রেস। এতে হোয়াইট হাউসে যেতে সব বাধা কেটে গেলো বাইডেনের। নিয়ম মেনে, শপথ নেবেন ২০ জানুয়ারি। ক্ষমতার পালাবদলে কলঙ্ক রচনা আর জল ঘোলার পর দিনশেষে এলো কাঙ্ক্ষিত বিবৃতি, নিয়ম মেনেই ২০ জানুয়ারি ক্ষমতা হস্তান্তর করবেন ৪৫তম এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তেজনা ছড়ানোর শঙ্কায় ট্রাম্পের ফেসবুক ও টুইটার অ্যাকউন্ট সাময়িক স্থগিত করা হয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply