Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » পাকিস্তান সফরে প্রোটিয়া দলে দুই নতুন মুখ




পাকিস্তান সফরে প্রোটিয়া দলে দুই নতুন মুখ

সর্বশেষ ২০০৭ সালে পাকিস্তান সফরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রায় ১৪ বছর পর আবারও পাকিস্তানের মাটিতে পা দিতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। কুইন্টন ডি ককের নেতৃত্বে পাকিস্তান সফরে দুটি টেস্ট খেলবে প্রোটিয়ারা। ঐতিহাসিক এই সফরের জন্য টেস্ট দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। দলে ডাক পেয়েছেন দুই নতুন মুখ। পাকিস্তান সফরে অভিষেক হতে যাচ্ছে পেসার ড্যারিন ডুপাভিলন এবং মিডিয়াম পেসার ওটনিয়েল বার্টম্যানের। একে তো করোনাকাল তার ওপর পাকিস্তান সফর। তাই জৈব সুরক্ষাবলয় যেমন থাকবে তেমনি নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে প্রোটিয়া দল। এদিকে, সম্প্রতি ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। অপরিবর্তিত দরটি নিয়েই পাকিস্তান সফরে যাচ্ছে প্রোটিয়ারা। লঙ্কানদের বিপক্ষে ইনজুরির কারণে ছিটকে গেছেন দু'জন। তাদের পরিবর্তেই নেওয়া হয়েছে দুই নতুন ক্রিকেটারকে। এ ছাড়া টপ অর্ডার ব্যাটসম্যান রেইনার্ড ফন টন্ডারের জায়গা পাওয়ার কথা থাকলেও তাকে বাদ দেওয়া হয়েছে। তার পরিবর্তে নেওয়া হয়েছে কিগান পেটারসনকে। দক্ষিণ আফ্রিকা টেস্ট দল: কুইন্টন ডি কক (অধিনায়ক, উইকেটরক্ষক), টেম্বা বাভুমা, এইডেন মারক্রাম, ফাফ ডু প্লেসি, ডিন এলগার, কাগিসো রাবাদা, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশাভ মাহারাজ, লুঙ্গি এনগিদি, রাশি ফন ডার ডুসেন, অ্যানরিখ নর্তজে, ওয়াইয়ান মালদার, লুথো শিপমালা, বিউরান হেন্ডরিক্স, কাইল ভেরাইনি, সারেল আরউই, কিগান পেটারসন, তাবরিজ শামসি, জর্জ লিন্ডে, ড্যারিন ডুপাভিলন এবং ওটনিয়েল ভার্টম্যান।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply