অং সান সু চিকে মুক্তি দিতেই হবে : যুক্তরাজ্য
মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চিসহ নির্বাচিত অনেক নেতাকে গৃহবন্দি করেছে সামরিক বাহিনী। ছবি : সংগৃহীত
মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে মুক্তি দিতেই হবে। জোর দিয়ে এমনটাই বলেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ কথা জানিয়েছে।
মিয়ানমারে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে দুজনের মৃত্যুর পর এমনটা বললেন ডমিনিক রাব। টুইটবার্তায় তিনি বলেন, ‘যুক্তরাজ্য এবং তার অংশীদারেরা মিয়ানমার জান্তা সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’
এদিকে, জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন শ্র্যানার বার্গেনার জানিয়েছেন, রোহিঙ্গা নিপীড়ন ও গণহত্যায় জড়িত বার্মিজ সেনার ৩৩তম লাইট ইনফেন্ট্রি এবার ফের মান্দালয়ে হত্যাযজ্ঞ চালাচ্ছে।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে নেয়। ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির নেত্রী অং সান সু চি ও অন্য শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে সামরিক বাহিনী।
Tag: English News world
No comments: