Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » যে কাজগুলো বাকি রয়েছে সে কাজগুলো অচিরেই সম্পন্ন করা হবে---জনপ্রশাসন প্রতিমন্ত্রী




জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিবনগরের উন্নয়নের জন্য ব্ল্যাংক চেক দিয়েছেন। তিনি বলেছেন মেহেরপুরের জন্য যা যা করা দরকার করে নাও। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, মেহেরপুরে যে কাজগুলো বাকি রয়েছে সে কাজগুলো অচিরেই সম্পন্ন করা হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী শুক্রবার বিকালে মেহেরপুর সদর উপজেলা জাদুখালি স্কুল মাঠে পিরোজপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন । পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সামাদ বাবলু বিশ্বাসের সভাপতিত্বে বিশাল জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, জেলা আওয়ামী লীগের সদস্য ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলা, মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মিদুল, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাসির পলি, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুল ইসলাম,ইউপি সদস্য আমিরুল ইসলাম, হিমাদুল ইসলাম,আলাউদ্দীন মন্ডল প্রমূখ সমাবেশে অন্যদের মধ্যে মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম,আমদাহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল,বাগোয়ান ইউনিয়ন এর চেয়ারম্যান আয়োব হোসেন,কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা,গাংনী পৌর মেয়র আহাম্মদ আলী,বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান,দারিয়াপুর ইউনিয়ন এর চেয়ারম্যান তৌফিকুল বারী,অতিরিক্ত পিপি কাজী শহীদুল হক, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা রুত শোভা মন্ডল, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে জনসভা শুরু হওয়ার প্রাক্কালে দুপুর থেকে মেহেরপুরের বিভিন্ন অঞ্চল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল-সমাবেশ স্থলে এসে পৌঁছালে জাদুখালি স্কুল মাঠ জনসমুদ্রে পরিণত হয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply