প্রেক্ষাগৃহে চলছে সেই ভাইরাল পরিচালকের সিনেমা
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ থেকে অনুপ্রাণিত হয়ে ‘গন্তব্য’ সিনেমাটি নির্মাণ করেন অরণ্য পলাশ। সিনেমা নির্মাণ করতে গিয়ে একপর্যায়ে প্রায় নিঃস্ব হয়ে যান তিনি। অর্থাভাবে কাজ শুরু করেন মিরপুরের একটি হোটেলে। হোটেল বয়ের কাজ করছেন নির্মাতা, বিষয়টি প্রকাশ্যে আসতেই তুমুল আলোচনা শুরু হয়। রীতিমতো ভাইরাল বনে যান অরণ্য পলাশ। টাকা না থাকায় দীর্ঘদিন আটকে ছিল ‘গন্তব্য’ সিনেমাটি। সেন্সর পেলেও মুক্তির দেখা পাচ্ছিল না। নিঃস্বপ্রায় অরণ্য পলাশের পাশে দাঁড়িয়েছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তারপর সিনেমাটির পাশে দাঁড়ান প্রযোজক আনোয়ার আজাদ। তার হাত ধরেই মুক্তির দেখা মিলল সিনেমাটির। গত ১৯ মার্চ সারাদেশের কয়েকটি হলে মুক্তি পেয়েছে ‘গন্তব্য’। রাজধানীর স্টার সিনেপ্লেক্স, যমুনার ব্লকবাস্টার, ঈশ্বরদীর রাজু, নাগরপুরের রাজিয়া, শান্তাহরের পূর্বাশা সিনেমা হলে চলছে সিনেমাটি। খোঁজ নিয়ে জানা গেছে, মুক্তির প্রথম দিনে সিনেমা মোটামুটি দর্শক হয়েছে সিনেমাটির। রাজধানীর স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ সময় নিউজকে বলেন, শুক্রবার দর্শক তুলনামূলক ভালো ছিল। আমরা সিনেমাটি নিয়ে আশাবাদী। ধীরে ধীরে দর্শক হবে বলে মনে হচ্ছে। এমন অনেক সিনেমা আমাদের এখানে প্রথম দিকে দর্শক কম হয়েছে কিন্তু পরে মানুষ জানতে পেরেছে এবং দর্শক বেড়েছে। ‘গন্তব্য’ সিনেমার ক্ষেত্রে এমনটা হতে পারে বলে আমার বিশ্বাস। সুইট চিলি ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছিল সিনেমাটি। তারপর এটির মালিকানা স্বত্ব কিনে নিয়েছে কানাডা ও বাংলাদেশভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান ‘আনোয়ার আজাদ ফিল্মস’। যার কর্ণধার আনোয়ার আজাদ। তিনি জানান, ২৬ মার্চ দেশের কয়েকটি টেলিভিশনে সিনেমাটি প্রচারের পরিকল্পনা আছে। তারপর সাব টাইটেল যুক্ত করে ফেস্টিভ্যাল এবং ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পরিকল্পনা করছেন তারা। ‘গন্তব্য’ সিনেমায় অভিনয় করেছেন ফেরদৌস, আইরিন, আমান রেজা, আফফান মিতুল, এলিনা শাম্মী, কাজী রাজু, কাজী শিলা, মাসুম আজিজ এবং জয়ন্ত চট্টোপাধ্যায়।Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: