sponsor

sponsor

Slider

বিশ্ব

জাতীয়

রাজনীতি

খেলাধুলা

বিনোদন

ফিচার

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » অজয়ের সঙ্গে বিয়েতে রাজি ছিলেন না কাজলের বাবা
বলিউডের তারকা দম্পতি অজয় দেবগণ ও কাজল। যেখানে তারকাদের বিয়ে ভাঙার হিড়িক সেখানে ২২ বছর ধরে সুখে সংসার করছেন তারা। অথচ অজয়ের সঙ্গে মেয়েকে বিয়ে দিতে রাজি ছিলেন না কাজলের বাবা সমু মুখার্জী। এমনকি বিয়ের পর মেয়ের সঙ্গে ৪ দিন কথা বলেননি তিনি। সেসময় মেয়েকে সাপোর্ট দিয়েছেন মা তনুজা। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল সেই স্মৃতি মনে করে বলেন, ‘অজয়ের সঙ্গে যখন বিয়ে হয়, তখন আমার বয়স মাত্র ২৪। বাবা চেয়েছিলেন, এত অল্প বয়সে বিয়ে না করে আমি যাতে ক্যারিয়ারে মনযোগী হই। তবে বিয়ের সিদ্ধান্তে মা আমার পাশে ছিলেন।’ ksrm তিনি আরও বলেন, ‘আমি ও অজয় কেউই কাউকে বিয়ের প্রস্তাব দিইনি। তবে জানতাম, আমরা একসঙ্গে থাকতে চাই। আমি খুবই ভাগ্যবান যে, চারপাশের প্রত্যেকেই সবসময় আমার পাশে ছিলেন। আমি যখন যেটা করতে চেয়েছি সেটাই করতে পেরেছি। আমাকে কখনও পুরুষতন্ত্রের মুখোমুখি হতে হয়নি।’ প্রসঙ্গত, ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি অজয় দেবগণের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়েন কাজল। তাদের সংসারে এক কন্যা ও এক ছেলে রয়েছে। মেয়ে নাইসা পড়াশোনার জন্য সিঙ্গাপুরে থাকেন। প্রায়ই মেয়ের কাছে গিয়ে থাকতে হয় কাজলকে। স্ত্রীর অনুপস্থিতিতে ছেলের দেখাশোনা করেন অজয়।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply