Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » এক নজরে চ্যাম্পিয়ন্স লিগে সেরা আটে যারা




লাৎসিকে ঘরের মাঠে উড়িয়ে বায়ার্ন মিউনিখ ও অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে চেলসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়ার মধ্য দিয়ে পাওয়া গেল আসরের সেরা আট দলের দেখা। Nagad Banner এবার লড়াই কোয়ার্টারে, চোখ সেমিফাইনালে। শেষ আটের দলগুলো হল- বায়ার্ন মিউনিখ, পিএসজি, চেলসি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, পোর্তো ও বরুশিয়া ডর্টমুন্ড। শুক্রবার হবে কোয়ার্টার ও সেমির প্রতিপক্ষ নির্ধারণের ড্র। সবশেষ সুয়ারেজের অ্যাটলেটিকোর আগে আটের পূর্বেই ছিটকে গেছে মেসির বার্সা, রোনালদোর জুভেন্টাসের মতো জায়ান্ট দলগুলো। বুধবার রাতে শেষ ষোলোর সমাপ্তি পর্বের খেলাগুলো মাঠে গড়িয়েছিল। যাতে ইতালিয়ান ক্লাব লাৎসিকে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশনে এগিয়ে চলা জারি রেখেছে জার্মান জায়ান্ট বায়ার্ন। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় সেরা ষোলোর ফিরতি লেগে লাৎসিকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন। প্রথম লেগে ৪-১ গোলে জিতে এসেছিল বুন্দেসলিগার দলটি। দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে কোয়ার্টারে প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের ৩৩ মিনিটে উড়ন্ত ফর্মে থাকা রবার্ট লেভান্ডোভস্কি পেনাল্টি থেকে বাভারিয়ানদের এগিয়ে নেন। ৭৩ মিনিটে ব্যবধান বাড়ান এরিক ম্যাক্সিম চুপো-মোটিং। ৮২ মিনিটে লাৎসির সান্ত্বনার গোলটি আসেন মার্কো পারোলো। রাতের আরেক ম্যাচে স্প্যানিশ অ্যাটলেটিকোকে হারিয়ে কোয়ার্টারে গেছে ইংলিশ চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে সেরা ষোলোর ফিরতি লেগে অ্যাটলেটিকোকে ২-০ গোলে হারিয়েছে ব্লুজরা। প্রথম লেগে স্পেন থেকে ১-০তে জিতে ফিরেছিল তারা। দুই লেগ মিলিয়ে ৩-০তে কোয়ার্টারে চেলসি। সাত মৌসুম পর তারা সেরা আটে পা রাখল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply