পাঁচ শিশুকে আটক করে বর্বরতার নতুন নজির গড়লো ইসরায়েল
পাঁচ শিশুকে আটক করে বর্বরতার নতুন নজির গড়লো ইসরায়েলি বাহিনী। ইহুদি বসতির কাছে গাছ থেকে ফল পাড়ায় তাদের আটক করা হয় বৃহস্পতিবার।
মানবাধিকার কর্মীদের ক্ষোভের মুখে পাঁচ ঘণ্টা পর মুক্তি দেয়া হয় ৫ শিশুকে। এ ঘটনার ভিডিওফুটেজ নিয়ে সমালোচনার ঝড় বইছে বিশ্বজুড়ে।
গণমাধ্যম জানায়, অধিকৃত পশ্চিম তীরে হাভাত মাওন ইহুদি বসতির কাছে বন্য ফল সংগ্রহ করছিলো ফিলিস্তিনি পাঁচ শিশু। যাদের মধ্যে ৮ বছরের শিশুও ছিলো। ৫ জনের মধ্যে সবচেয়ে বড় দুজনের বয়স ১২ বছর। ফুটেজে দেখা যায়, ভারি অস্ত্রে সজ্জিত ইসরায়েলি সেনারা জোর করে তুলে নিয়ে যায় শিশুদের। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাদের।
সেনাদের দাবি, ব্যক্তিগত সম্পত্তিতে অনুপ্রবেশের দায়ে আটক করা হয় শিশুদের। যদিও মানবাধিকার কর্মীরা বলছেন, অবৈধভাবে তৈরি বসতিতে অনুপ্রবেশের অভিযোগ হাস্যকর।
Tag: English News world
No comments: