একে অপরকে তীব্র কটাক্ষ করলেন মোদি-মমতা
প্রথম দফার ভোটের মাত্র এক সপ্তাহ আগে নির্বাচনী প্রচারণায় বাকযুদ্ধে একে অপরকে আক্রমণ পাল্টা আক্রমণ চালাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার (২০ মার্চ) খড়গপুরে স্থানীয় বিজেপি প্রার্থী অভিনেতা হিরণের নির্বাচীন প্রচারে এসে জনসমাগম দেখে আবেগাপ্লুত ভারতের প্রধানমন্ত্রী বাংলায় কুশলাদি বিনিময় করে বক্তব্য শুরু করেন। তৃণমূল কংগ্রেস ও মমতা সরকারের তীব্র কটাক্ষ করেন মোদি। নরেন্দ্র মোদি বলেন, ‘দিদি আপনার কিসের ভরসা। আপনি তো দুর্নীতি দি।’ একই দিন হলদিয়ার জনসমাবেশে মোদি ও তার দল বিজেপিকে নজিরবিহীন আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। গেরুয়া শিবিরকে বহিরাগত গুণ্ডা আখ্যা দিয়ে তিনি বলেন, ভোটের সময় টাকা দিয়ে ভোট কিনবে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি ভারতবর্ষের জঘন্য দল। বিজেপির পার্টিতেও বিজেপির মেয়েরা সুরক্ষিত নয়। ইঞ্চিতে ইঞ্চিতে যুদ্ধ হবে, খেলা হবে।’ আট দফার ভোট গ্রহণ পর্বের আগামী ২৭ মার্চ থেকে মেদিনীপুরসহ ৩০টি আসনে ভোট নেওয়া হবে। রাজ্যের প্রধান দুই শিবির তৃণমূল-বিজেপি ছাড়াও সেখানে এই মুহূর্তে প্রচার প্রচারণায় ব্যস্ত বামফ্রন্ট-কংগ্রেস এবং আরএসএফ নেতৃত্বও।Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: