Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » দাগিলেজ গাছআঁচড়া (বৈজ্ঞানিক নাম: Certhia himalayana)[91]




মহসিন আলী আঙ্গুর// দাগিলেজ গাছআঁচড়া Certhia himalayana Bar-tailed Treecreeper I IMG 7308.jpg হিমাচল প্রদেশ, ভারত সংরক্ষণ অবস্থা ন্যূনতম বিপদগ্রস্ত (আইইউসিএন ৩.১)[১] বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস জগৎ: প্রাণী জগৎ পর্ব: কর্ডাটা শ্রেণী: পক্ষী বর্গ: Passeriformes পরিবার: Certhiidae

গণ: Certhia প্রজাতি: C. himalayana দ্বিপদী নাম Certhia himalayana Vigors, 1832 দাগিলেজ গাছআঁচড়া (বৈজ্ঞানিক নাম: Certhia himalayana) (ইংরেজি: Bar-tailed Treecreeper) বা বাঁকাঠোঁট কীটকুড়ানী Certhiidae (সের্থিডি) গোত্র বা পরিবারের অন্তর্গত Certhia (সের্থিয়া) গণের অন্তর্গত এক প্রজাতির ছোট বৃক্ষচর পাখি।[২][৩] দাগিলেজ গাছআঁচড়ার বৈজ্ঞানিক নামের অর্থ হিমালয়ের বৃক্ষচারী (গ্রিক: kerthios = ছোট বৃক্ষচর পাখি; himalayana = হিমালয়ের)।[৩] পাখিটি দক্ষিণ, মধ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। সারা পৃথিবীতে প্রায় ৬ লক্ষ ৯১ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এরা বিস্তৃত।[৪] বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা ক্রমেই কমছে, তবে আশঙ্কাজনক পর্যায়ে যেয়ে পৌঁছেনি। সেকারণে আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে Least Concern বা ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে।[১] বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটিকে সংরক্ষিত ঘোষণা করা হয় নি।[৩] বিস্তৃতি ও উপপ্রজাতি দাগিলেজ গাছআঁচড়া বিশ শতকে চট্টগ্রাম বিভাগে পাওয়া গিয়েছিল বলে একটি তথ্য রয়েছে।[৩] এছাড়া ভারত, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান, মায়ানমার, কাজাখস্তান, কিরগিজিস্তান, উজবেকিস্তান, চীন, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান এদের মূল আবাস।[১] এ প্রজাতিটির মোট চারটি উপপ্রজাতির সন্ধান পাওয়া গেছে। এরা হল: C. h. taeniura (Severtsov, 1873) - পূর্ব উজবেকিস্তান, পশ্চিম কিরগিজিস্তান, দক্ষিণ-পূর্ব তুর্কমেনিস্তান, পশ্চিম তাজিকিস্তান ও উত্তর আফগানিস্তানের পাহাড়ী অঞ্চল। C. h. himalayana (Vigors, 1832) - পূর্ব আফগানিস্তান, উত্তর পাকিস্তান ও পূর্বে হিমালয় থেকে পশ্চিমে নেপাল পর্যন্ত বিস্তৃত। সম্ভবত বাংলাদেশেও আছে। C. h. yunnanensis (Sharpe, 1902) - দক্ষিণ চীন ও উত্তর মায়ানমার। C. h. ripponi (Kinnear, 1929) - দক্ষিণ-পশ্চিম মায়ানমার।[৫] তথ্যসূত্র "Certhia himalayana"। The IUCN Red List of Threatened Species। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-১০। রেজা খান (২০০৮)। বাংলাদেশের পাখি। ঢাকা: বাংলা একাডেমী। পৃষ্ঠা ৯৪। আইএসবিএন 9840746901। জিয়া উদ্দিন আহমেদ (সম্পা.) (২০০৯)। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ: পাখি, খণ্ড: ২৬। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৪১৬। আইএসবিএন 9843000002860 |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)। "Bar-tailed Treecreeper Certhia himalayana"। BirdLife International। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-১২। "Bar-tailed Treecreeper (Certhia himalayana)"। The Internet Bird Collection। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-১০






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply