Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » দেশি চাঁদিঠোঁট (বৈজ্ঞানিক নাম:Lonchura malabarica)[95]




মহসিন আলী আঙ্গুর//

দেশি চাঁদিঠোঁট Lonchura malabarica Indian Silverbill Tal Chappar Churu Rajasthan India 14.02.2013.jpg From Talchappar, Rajasthan, India Indian Silverbill Rajarhat KolkataOutskirts 0001.jpg From Rajarhat, West Bengal, India সংরক্ষণ অবস্থা ন্যূনতম বিপদগ্রস্ত (আইইউসিএন ৩.১)[১] বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস জগৎ: Animalia পর্ব: কর্ডাটা শ্রেণী: পক্ষী বর্গ: Passeriformes পরিবার: Estrildidae গণ: Lonchura প্রজাতি: L. malabarica দ্বিপদী নাম Lonchura malabarica (Linnaeus, 1758) দেশি চাঁদিঠোঁট (বৈজ্ঞানিক নাম:Lonchura malabarica) Lonchura (লঙ্কুরা) গণের অন্তর্ভুক্ত এক প্রজাতির ছোট আকারের পাখি। এরা বসবাসের জন্য নিরাপদ জায়গা পছন্দ করে। ভারতীয় উপমহাদেশ, মধ্য প্রাচ্যের এদের দেখতে পাওয়া যায়।[২] প্রকৃতিগতভাবে এরা মুনিয়ার সমগোত্রীয়। বাসস্থান এ পাখি বাংলাদেশ,ভারত,পাকিস্তান,নেপাল,সৌদি আরব,জর্দান,কুয়েত,কাতার,ইসরায়েল,শ্রীলঙ্কায় দেখা যায়। এদের মূলত সমভূমিতে দেখা যায়।তাছাড়ও কাশবন, বালুময় শণবন, নদীতীরের আবাদি জমি ও কাঁটা ঝোপে বিচরণ করে ।[৩] বর্ণনা দেশি চাঁদিঠোঁট ধূসর ঠোঁট ও কালো লেজের পাখি। দেহের দৈর্ঘ্য ১১-১১.৫ সেন্টিমিটার, ওজন ১২ গ্রাম। প্রাপ্তবয়স্ক পাখির সাদা কোমর, দেহের পেছনের অংশ,ডানা পিঠ ফিকে ও মেটে বাদামি। লেজ দেখতে লম্বা সুচালো কালো। দেহতল সাদা বর্ণের। ঠোঁট ত্রিকোনাকার ও ধূসরাভ। পা, পায়ের পাতা ও নখর ধূসরাভ-পাটল রঙের।স্ত্রী-পুরুষ পাখির চেহারা অভিন্ন প্রজনন সময় ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর। অঞ্চলভেদে প্রজনন মৌসুমের হেরফের রয়েছে।।[শুকনো খড় লতাপাতা বাসা তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করে। ডিম পাড়ে ৪-৮টি। ফুটতে সময় লাগে ১১-১৩ দিন। এরা ছোট- বড় দলে বিচরণ করলেও একাকীও চলে । এরা চঞ্চল প্রকৃতির।[৪] তথ্যসূত্র BirdLife International (২০১২)। "Lonchura malabarica"। বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2। প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩। দেশি চাঁদিঠোঁট, সৌরভ মাহমুদ, দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: নভেম্বর ০২, ২০১৩ খ্রিস্টাব্দ। "দেশি চাঁদিঠোঁট"। Prothomalo। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২০। শাইন, আলম। "দেশি চাঁদিঠোঁট Indian Silverbill Lonchura malabarica Pakhi Tottho"। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২০।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply