Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার




লিলের বিপক্ষে ঝামেলায় জড়ান পিএসজি সুপারস্টার নেইমার। ছবি : সংগৃহীত গত ফেব্রুয়ারির পর লিলের বিপক্ষে গত ৩ এপ্রিল প্রথম একাদশে খেলেছিলেন পিএসজি সুপারস্টার নেইমার। কিন্তু, প্রথম ম্যাচেই তিক্ত অভিজ্ঞতা হলো ব্রাজিল তারকার। গোল তো করতেই পারেননি, উল্টো মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেছেন নেইমার। এবার নিষেধাজ্ঞাও পেয়েছেন নেইমার। গোল ডটকমের খবর অনুযায়ী, লিলের বিপক্ষে মেজাজ হারানোর জন্য নেইমারকে লিগ ওয়ানে দুই ম্যাচে নিষিদ্ধ করেছে ফ্রান্সের পেশাদার লিগের (এলএফপি) শৃঙ্খলা কমিটি। লিলের বিপক্ষে ওই ম্যাচের শেষ দিকে বড় ধাক্কা খায় পিএসজি। ৯০ মিনিটের সময় লিলের ডিফেন্ডার তিয়াগোর সঙ্গে ঝামেলায় জড়িয়ে যান নেইমার। অহেতুক ফাউলের শিকার হলে তিয়াগোকে ধাক্কা মেরে বসেন তিনি। এরপর রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখান নেইমারকে। তিয়াগোকেও লাল কার্ড দেখান রেফারি। ২০২০ সালের পর থেকে লিগে ১৪ ম্যাচে তৃতীয়বারের মতো লাল কার্ড দেখলেন নেইমার। শুরুতে এলএফপি তিন ম্যাচে নিষিদ্ধ করেছিল তাঁকে। পরে সিদ্ধান্ত বদলে দুই ম্যাচে নিষিদ্ধ করা হয়। লিগে আগামী শনিবার স্ত্রাসবুর্গ আর পরের সপ্তাহে সেঁত এতিয়েনের বিপক্ষে পিএসজিতে দেখা যাবে না ব্রাজিল তারকাকে। এলএফপির বিবৃতিতে বলা হয়, ‘গত ৭ এপ্রিল বৈঠকের পর শৃঙ্খলা কমিটি নেইমারকে তিন ম্যাচ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, এর মধ্যে এক ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।’ এদিকে গতকাল বুধবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে ৩-২ গোলে হারিয়েছে পিএসজি। ফরাসিদের হয়ে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। বাকিটি এসেছে মার্কিনিয়োসের পা থেকে। অন্যদিকে স্বাগতিকদের হয়ে সমান একটি করে গোল করেছেন এরিক-মাক্মিম চুপো মোটিং ও টমাস মুলার। ম্যাচে গোল না করতে পারলেও সতীর্থদের গোলে দারুণ অবদান রাখেন নেইমার।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply