Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » পশ্চিমবাংলায় চলছে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ, সবার নজর নন্দীগ্রামে




ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৩০ আসনে ভোট শুরু হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয় ভোট গ্রহণ। মূল লড়াই তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির শুভেন্দু অধিকারী ও বাম মোর্চার মীনাক্ষী মুখোপাধ্যায়ের মধ্যে। এদিকে ভোটগ্রহণ রাজ্যের ৩০ আসনে। তবে সব নজর থাকবে আজ নন্দীগ্রামে। ভোট ঘোষণার আগে থেকেই যে আসন ‘ভিভিআইপি’। প্রচারের সব আলো কেড়েছে এই কেন্দ্রে তৃণমূল ও বিজেপি-র প্রচার। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই আসনে তৃতীয় স্থানে থাকা বিজেপি ২০১৯-এর লোকসভা ফলের নিরিখে দ্বিতীয় হয়ে যায়। আর এ বার তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বিজেপি। প্রার্থী সে দিন তৃণমূলে থাকা শুভেন্দু অধিকারী। উল্টো দিকে তৃণমূলের ভোট-কাণ্ডারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে বৃহস্পতিবার আরও ২৯ আসনে ভোটগ্রহণ থাকলেও সব আলো পূর্ব মেদিনীপুরে এই গ্রামীণ কেন্দ্রে। ভোট গ্রহণের প্রথম প্রহরেই ভোট দেয়ার কথা নন্দীগ্রামে প্রথমবারের ভোটার শুভেন্দু অধিকারীর। ৭৬ নম্বর বুথে ভোট দেবেন বলে জানিয়েছে আনন্দবাজার। এদিকে বুধবার নন্দীগ্রামে জারি করা হয়েছে ১৪৪ ধারা। ভোট শান্তিপূর্ণ করতে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। নন্দীগ্রামে ঢোকা ও বেরোনোর প্রতিটি সীমানায় থাকছে কেন্দ্রীয় বাহিনীর তল্লাশি। হেলিকপ্টারে চলছে কড়া নজরদারি। পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসক সুমিতা পাণ্ডে জানিয়েছেন, কোনো রকমের ঝামেলা বরদাস্ত করা হবে না। ভোট শেষ না হওয়া পর্যন্ত বহাল থাকবে ১৪৪ ধারা। উল্লেখ্য, আজ যে ৩০ আসনে নির্বাচন, ২০১৬ সালে তার মধ্যে মাত্র ১টি আসনে জয় পেয়েছিল বিজেপি। দিলীপ ঘোষের হাত ধরে খড়্গপুর সদর কেন্দ্রটি হাতে আসে তাদের। সেই তুলনায়, তৃণমূলের হাতে ছিল ২১টি আসন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply