Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে শান্ত-মুমিনুলদের উন্নতি




ক্যান্ডি টেস্টের প্রথম ইনিংসে অনবদ্য ব্যাটিংয়ে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে ২১ ধাপ এগিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তালিকার ১৩৬তম অবস্থান থেকে ১১৫ নম্বরে উঠে এসেছেন এ বাঁহাতি টাইগার টপ অর্ডার। পাল্লেকেলেতে বাংলাদেশের প্রথম ইনিংসে ক্যারিয়ার সেরা ১৬৩ রানের ইনিংস খেলেন শান্ত। যার ফলে ২১ ধাপ এগিয়ে ১১৫ নম্বরে লাফ দিয়েছেন তিনি। লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্ট শেষে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে ওপেনার তামিম ইকবাল, অধিনায়ক মুমিনুল ও লিটন দাসের। দুই ইনিংসে দাপুটে ব্যাটিংয়ে ফিফটি হাঁকিয়ে তালিকার ৩০ নম্বরে উন্নীত হয়েছেন তামিম। বিদেশের মাটিতে প্রথমবারের মতো সেঞ্চুরি করে তালিকায় এর পরের অবস্থানেই আছেন মুমিনুল হক। আর ইংলিশ ব্যাটসম্যান জ্যাক ক্রাওলিকে টপকে ৫৫তম অবস্থানে উঠেছেন পাল্লেকেলেতে ফিফটি হাঁকানো লিটন দাস। তবে ভালো স্কোর করেও এক ধাপ পিছিয়ে ২২ নম্বরে নেমে গেছেন মুশফিকুর রহিম। কারণটা দিমুথ করুণারত্নে। ডাবল সেঞ্চুরি করে ক্যান্ডি টেস্টের ম্যাচসেরা করুণারত্নে একলাফে উঠে এসেছেন ১৫ নম্বরে। বিদেশের মাটিতে প্রথম শতক হাঁকিয়ে মুমিনুল হকের উন্নতি হয়েছে ৫ ধাপ। ৩৬ নম্বর থেকে ৩১ নম্বরে আছেন তিনি। ১২৭ রানের ইনিংস খেলেন অধিনায়ক মুমিনুল হক। এছাড়া এই টেস্টে অর্ধশতক হাঁকানো লিটন দাস ক্যারিয়ার সেরা রেটিং (৫০৯) নিয়ে ৫৫ নম্বরে আছেন। ৬৪০ রেটিং পয়েন্ট নিয়ে ২২ নম্বরে আছেন মুশফিকুর রহিম, ৫৯৬ রেটিং নিয়ে ৩০ নম্বরে তামিম ইকবাল। এছাড়া এ সিরিজে না থাকা সাকিব আল হাসান আছেন ৩৬ নম্বরে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply