Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মিয়ানমারের সামরিক আদালতে ১৯ জনের মৃত্যুদণ্ড




মিয়ানমারের সামরিক আদালতে ১৯ জনের মৃত্যুদণ্ড

মিয়ানমারের সামরিক জান্তা সরকার আর্মি ক্যাপ্টেনের এক সহযোগীকে হত্যার অভিযোগে ১৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) সেনাবাহিনীর মালিকানাধীন টেলিভিশন মায়োয়াড্ডি টিভি জানিয়েছে, ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর প্রকাশ্যে এই প্রথম এমন সাজা দেয়া হলো। মায়োয়াড্ডি টিভি জানায়, ২৭ মার্চ ইয়াঙ্গুনের উত্তর ওক্কালপা জেলায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই এলাকায় সামরিক আইন জারি রয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৯ জনের বিচার সামরিক আদালতেই হয়েছে। এদিকে মিয়ানমারের বাগো শহরে সামরিক সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ৬০ জন বেসামরিক মানুষ নিহত ও শতাধিক আহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা জানায়, মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুন থেকে ৯১ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত বাগো শহরে শুক্রবার (৯ মার্চ) রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। এই অভিযানে সাধারণ মানুষের বিরুদ্ধে মেশিনগান, গ্রেনেড এবং মর্টার শেল ব্যবহার করে তারা। রেডিও ফ্রি এসিয়ার বরাতে আল-জাজিরা আরও জানায়, বাগো শহরে বৃষ্টির মতো গুলিবর্ষণ করেছে পুলিশ ও সেনাবাহিনী। রাজপথে বিক্ষোভকারীদের ব্যারিকেডও সরিয়ে দিয়েছে তারা। স্থানীয় এক বাসিন্দা জানান, গতকাল শুক্রবার রাত ৮টা পর্যন্ত স্থানীয়রা মাত্র তিনটি মরদেহ উদ্ধার করতে পেরেছেন। বাকিগুলো সেনা সদস্যরা স্থানীয় একটি প্যাগোডা এবং স্কুলে নিয়ে ফেলে রেখেছে। থাইল্যান্ডভিত্তিক মানবাধিকার বিষয়ক সংগঠন অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের (এএপিপি) হিসাব অনুযায়ী, শুক্রবার পর্যন্ত ৬১৮ জন মানুষ জান্তা সরকারের গুলিতে নিহত হয়েছে। এ ছাড়া ২ হাজার ৯৩১ জন মানুষকে বন্দি করে রেখেছে সামরিক জান্তা সরকার।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply