Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » রিয়ালের কাছে পাত্তাই পেল না লিভারপুল




রিয়ালের কাছে পাত্তাই পেল না লিভারপুল

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠে প্রত্যাশিত জয় পেয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে লিভারপুলকে তারা হারিয়েছে ৩-১ গোলের ব্যবধানে। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের সামনে যেন অপয়া লিভারপুল। ইংলিশ ক্লাবটির স্বপ্নভঙ্গের শুরু ২০১৮ সাল থেকে। সেবার শিরোপার আক্ষেপ ধূসর করে দেয় জিদানের মাদ্রিদিস্তারা। সেই ম্যাচের ফলটা আরও একবার সামনে এল কোয়ার্টার ফাইনালের ম্যাচে। স্তাদিও আলফ্রেডো দ্য স্টেফানোতে যেখানে ইয়্যুর্গেন ক্লপ নেমে ছিলেন প্রতিশোধ নিতে। সেখানে আরও একবার হতাশা সঙ্গী করে ফিরতে হলো ইংলিশদের। শুরু থেকে আক্রণাত্মক কৌশল জিনেদিন জিদানের। যদিও এদিন নিয়মিত অধিনায়ক সার্জিও র‌্যামোস ছিলেন না একাদশে। রক্ষণভাগের এই অতন্দ্রপ্রহরীর ঘাটতি বুঝতে দেয়নি দল। অধিনায়কের আর্মব্যান্ড এদিন করিম বেঞ্জেমার হাতে। দিনটা যে ছিল স্বাগতিকদের তার আভাস মিলল ম্যাচের শুরু থেকে। প্রথম গোলের দেখা জিনেদিন জিদানের শিষ্যরা পায় ২৭ মিনিটে। টনি ক্রুসের পাস থেকে দারুণ এক গোল করেন ভিনিসিয়াস জুনিয়রের। গোলে করে ক্ষান্ত হয়নি লস ব্লাঙ্কসরা। লিড দ্বিগুণের চেষ্টায় মরিয়া ছিলেন ফুটবলাররা। সুযোগটাও আগে কয়েক মিনিটের ব্যবধানে। এবার স্পট লাইটে অ্যাসেনসিও। একক নৈপুণ্যে ব্যবধান করেন ২-০। প্রথমার্ধের বাকি সময়টা আর কোনো গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা অল রেডদের। নিজেদের গুছিয়ে আক্রমণের পসরা সাজায় ক্লাপ বাহিনী। ৫১ মিনিটে মোহাম্মদ সালাহ একটা গোল করে ম্যাচে ফেরার আভাস দিয়েছেন। এরপর আরও বেশ কয়েকটি আক্রমণ ছিল চোখে পড়ার মতো। কিন্তু ঘরের মাঠে যে অপ্রতিরোধ্য রিয়াল। ব্যবধানটা বাড়িয়ে নিল আরও একবার। আবারও স্কোরার ভিনিসিয়াস জুনিয়র। ৬৫ মিনিটেই ৩-১'য়ে এগিয়ে রিয়াল মাদ্রিদ। নিজের দ্বিতীয় গোল করেন এই ব্রাজিলিয়ান। বাকি সময়টায় চেষ্টা করেছে দুই দল। কিন্তু কাজের কাজ হয়নি। ২০১৮ সালের মতো লিভারপুলের বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রাখলো স্প্যানিশ ক্লাবটি। সেই সঙ্গে আরও একবার শঙ্কা তৈরি হলো ২০১৯-এর চ্যাম্পিয়নদের বিদায়ের।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply