Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » একতা কাপুরের বিরুদ্ধে নকলের অভিযোগ!




‘হিজ স্টোরি’ শিরোনামের একটি ওয়েব সিরিজ নির্মাণ করেছেন একতা কাপুর। ওটিটি প্ল্যাটফর্ম ‘অল্ট বালাজি’র জন্য নির্মিত হয়েছে এটি। শুক্রবার (৯ এপ্রিল) প্রকাশ করা হয়েছে ওয়েব সিরিজের পোস্টার। এটি প্রকাশের পরই নকলের অভিযোগ উঠেছে একতা কাপুরের বিরুদ্ধে। নেটিজেনদের অভিযোগ ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘এলওইভি’র সঙ্গে মিল পাওয়া গেছে ‘হিজ স্টোরি’ ওয়েব সিরিজের পোস্টার। দুটি পোস্টারেই দেখা গেছে, সাদা বালিশে দুজন পুরুষ শুয়ে আছে। দুজনেই এক পাশে ফিরে। পেছনের জন সামনের জনকে জড়িয়ে ধরে আছে। সামনের জন তার বাম হাত অন্য পুরুষের হাতের ওপরে রেখেছে। জানা গেছে, সমকামী পুরুষকে ঘিরে তৈরি হয়েছে দুটি সিনেমার গল্প। নেটিজেনরা দুটি পোস্টার পাশাপাশি রেখে নির্মাতাদের সমালোচনা করেছেন। একতা কাপুরকে উদ্দেশ করে নেটিজেনদের কেউ কেউ বলেছেন, ‘আপনারা ঠিক আছেন তো? যদি পোস্টার ডিজাইনার দরকার হয়, আমাকে বলুন। কথা দিচ্ছি খুব বেশি খরচ লাগবে না।’ এদিকে বিষয়টি নজরে এসেছে ‘এলওইভি’র পরিচালক সুধাংশুর। টুইটারে তিনি লিখেছেন, ‘এই ইন্ডাস্ট্রিটা এ রকম কেন? ঘুম থেকে উঠে দেখলাম আমাদের সিনেমার অরিজিনাল পোস্টারটা অল্টবালাজি, জিফাইভের জিনিয়াসরা নির্লজ্জের মতো নকল করেছে।’ যদিও অভিযোগ নিয়ে এখনো মুখ খোলেননি একতা কাপুর বা অল্ট বালাজির কোনো সদস্যই। তবে বিতর্কের জল অনেক দূর যাবে তা নেটিজেনদের কমেন্টস থেকেই ধারণা করা যাচ্ছে। সূত্র: হিন্দুস্তান টাইমস






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply