Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ধলাকোমর মুনিয়া (বৈজ্ঞানিক নাম: Lonchura striata) Estrildidae[107]




মহসিন আলী আঙ্গুর// ধলাকোমর মুনিয়া White Rumped Munia.jpg একজোড়া মুনিয়া, মহারাষ্ট্র, ভারত সংরক্ষণ অবস্থা ন্যূনতম বিপদগ্রস্ত (আইইউসিএন ৩.১)[১] বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস জগৎ: Animalia পর্ব: কর্ডাটা শ্রেণী: পক্ষী বর্গ: Passeriformes পরিবার: Estrildidae গণ: Lonchura প্রজাতি: L. striata দ্বিপদী নাম Lonchura striata (Linnaeus, 1766) Areale L. striata.JPG শুধু মূল আবাস দেখানো হয়েছে উত্তরাঞ্চলের আবাস দেখানো হয় নি প্রতিশব্দ

Uroloncha striata ধলাকোমর মুনিয়া (বৈজ্ঞানিক নাম: Lonchura striata) Estrildidae (ইস্ট্রিল্ডিডি) গোত্র বা পরিবারের অন্তর্গত Lonchura (লঙ্কুরা) গণের অন্তর্গত এক প্রজাতির ছোট তৃণচর পাখি।[২][৩] ধলাকোমর মুনিয়ার বৈজ্ঞানিক নামের অর্থ ডোরাদার সুঁইলেজ (গ্রিক; lonkhe = সূঁচালো, ura = লেজ; লাতিন: striatus = ডোরাযুক্ত)।[৩] পাখিটি বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস, প্রায় ৫৪ লক্ষ ৩০ হাজার বর্গ কিলোমিটার।[৪] বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা স্থির রয়েছে, তবে আশঙ্কাজনক পর্যায়ে যেয়ে পৌঁছেনি। সেকারণে আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে।[১] বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।[৩] উপপ্রজাতি ও বিস্তৃতি এখন পর্যন্ত ধলাকোমর মুনিয়ার সাতটি উপপ্রজাতি সনাক্ত করা গেছে।[৫][৬][৭][৮][৯] উপপ্রজাতিগুলো হল: Lonchura striata acuticauda ( Hodgson, 1836) – ১৫০০ মিটার সমু্দ্রসমতলের নিম্নে উত্তর ভারত। মূলত হিমালয়ের পাদদেশে ভুটান, নেপাল,উত্তরাখণ্ড ও বাংলাদেশে (সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি বনাঞ্চল) দেখা যায়। মুখ ও ঘাড় বাদে পিঠ মধ্যম বাদামি, দেহতল হালকা খয়েরি। Lonchura (striata) domestica – বাংলা তুতি, গৃহপালিত; জাপানে প্রাকৃতিক পরিবেশে দেখা যায়। এর বর্ণ বিবিধ। হলদে থেকে শুরু করে বাদামি, লালচে, মেটে বা কালোও হতে পারে। Lonchura striata fumigata ( Walden, 1873) - আন্দামান দ্বীপপুঞ্জ। Lonchura striata semistriata (Hume 1874) – নিকোবর দ্বীপপুঞ্জ। Lonchura striata squamicollis –চীন ও তার আশেপাশের অঞ্চল। Lonchura striata subsquamicollis ( Stuart Baker, 1925) - মায়ানমার, লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় দেখা মেলে। Lonchura striata striata (Linnaeus, 1766) – দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply