Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » দেশে শনাক্ত চার ভ্যারিয়েন্টের কথা জানাল আইইডিসিআর




দেশে করোনাভাইরাসের অতি সংক্রমক চার ভ্যারিয়েন্ট বা ধরন পাওয়া গেছে বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন। তিনি বলেছেন, ইউকে, সাউথ আফ্রিকান, নাইজেরিয়ান ও ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। আজ রোববার রাতে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এই পরিচালক এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। অধ্যাপক ডা. তাহমিনা শিরিন বলেন, ‘এই চারটি ধরনের মধ্যে বেশি মানুষের দেহে সংক্রমিত হয়েছে দক্ষিণ আফ্রিকায় পাওয়া ধরনটি। রোববার পর্যন্ত নমুনার জিনোম সিকোয়েন্স করে ২৭টিতে যুক্তরাজ্যের ধরন, ৮৫টিতে সাউথ আফ্রিকার, পাঁচটিতে নাইজেরিয়ার এবং ২৩টিতে ভারতীয় ধরন মিলেছে।’ ডা. তাহমিনা ভারতে উদ্ভূত ধরন নিয়ে বলেন, ভারত থেকে আগত ব্যক্তি এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনার জিনোম সিকোয়েন্স করে বাংলাদেশে ২৩ জনের দেহে এই ‘ভ্যারিয়েন্ট’ পাওয়া গেছে। অন্যান্য ধরনের ক্ষেত্রেও একইভাবে জিনোম সিকোয়েন্স করা হচ্ছে। এবং সংশ্লিষ্ট ভ্যারিয়েন্ট শনাক্ত হচ্ছে। আইইডিসিআর পরিচালক বলেন, আজ রোববার পর্যন্ত মোট ২৬৩টি নমুনার জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে। এখন থেকে যত বেশি শনাক্ত হবে তত বেশি বিভিন্ন ধরন পাওয়া যাবে। এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ও টিকা গ্রহণ ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নেই






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply