Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বেসামরিক গবেষণার পাশাপাশি সামরিক কর্মকাণ্ডে জড়িত ছিল উহানের ল্যাব, বলছেন পম্পেও




বেসামরিক গবেষণার পাশাপাশি সামরিক কর্মকাণ্ডে জড়িত ছিল উহানের ল্যাব, বলছেন পম্পেও এবার চীনের উহানের ভাইরোলজি ল্যাব নিয়ে নতুন অভিযোগ করলেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি গত শনিবার বলেন, ‘উহানের ইনস্টিটিউট অব ভাইরলজিতে বেসামরিক বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি চলতো সামরিক কর্মকাণ্ড।’ পম্পেওর এমন মন্তব্য আরও একবার করোনার উত্স সংক্রান্ত জল্পনা বাড়ল। ফক্স নিউজ এ খবর জানিয়েছে। এদিন পম্পেও বলেন, ‘আমি এটা নিশ্চিত হয়ে বলতে পারি : আমরা জানি যে পিপলস লিবারেশন আর্মি সংক্রান্ত গবেষণা চলত উহানের এই ল্যাবে। চীন সে গবেষণা সংক্রান্ত তথ্য দিতে অস্বীকার করে। সেখানে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও।’ এর আগে গত বুধবার মার্কিন গোয়েন্দা সংস্থাকে করোনাভাইরাসের উৎস অনুসন্ধানের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। করোনাভাইরাস চীনের কোনো পশু থেকে ছড়িয়েছে, না কি ল্যাবরেটরির দুর্ঘটনা থেকে তা তদন্ত করে সে প্রতিবেদন তিন মাসের মধ্যে তাঁকে জানানোর নির্দেশ দিয়েছেন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এই মুহূর্তে কোভিড ছড়িয়ে পড়ার উৎস নিয়ে দুই মতে বিভক্ত। কারো ধারণা, এটি ছড়িয়েছে চীনের কোনো পশু থেকে। আবার কারো মতে, এটি চীনে ঘটে যাওয়া ল্যাবরেটরি দুর্ঘটনার কারণে ছড়িয়েছে। গত এক বছরে এই ভাইরাস বিশ্বের ৩৪ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। তবে চীন দাবি করেছে, এই মহামারির জন্য তারা কোনোভাবেই দায়ী নয়। আর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কারণে, বেইজিংকে আক্রমণ করার উদ্দেশ্যে এই দাবি করে এসেছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply