কুলিং সেন্টারেও গরম কমছে না যুক্তরাষ্ট্রে
তীব্র দাবদাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চল। ওই অঞ্চলের বাসিন্দারা এ বছর সর্বোচ্চ তাপমাত্রার সাক্ষী হতে পারেন বলে সতর্ক করেছে মার্কিন আবহাওয়া বিভাগ।
শনিবার (২৬ জুন) অরেগন অঙ্গরাজ্যে ৪২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। তাপমাত্রা বাড়ছে কানাডাতেও। এদিকে, ইউরোপের দেশ গ্রিসে তীব্র দাবদাহের কারণে ভিড় বাড়ছে সমুদ্র সৈকতে।
দাবদাহ থেকে বাঁচতে উদ্বাস্তুদের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করছেন এক সেচ্ছাসেবক। তৈরি করা হয়েছে কুলিং সেন্টার।যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যে এমন দৃশ্য এখন অহরহ। শুধু এই অরেগন নয় দেশটির পশ্চিমাঞ্চলীয় সব অঙ্গরাজ্যেই বাড়ছে তাপমাত্রা। বিভিন্ন হ্রদ শুকিয়ে যাওয়ায় পানি ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ।
যেভাবে তাপমাত্রা বাড়ছে তা আগের সব রেকর্ড অতিক্রম করবে বলে মনে করছে আবহাওয়া দফতর। এমনকি এবারের দাবদাহ দীর্ঘসময় স্থায়ী হবে বলেও আশঙ্কা করা হচ্ছে।
কানাডাতেও দাবদাহ শুরু হয়েছে। এরইমধ্যে দেশটির ব্রিটিশ কলম্বিয়া আলবার্টাসহ উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোতে দাবদাহ সতর্কতা জারি করেছে প্রশাসন। রাশিয়াতেও তাপমাত্রা এখনো ঊর্ধ্বগতিতে রয়েছে। শনিবার অনেক জায়গায় ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এদিকে ইউরোপের দেশ গ্রিসে প্রতিদিন বাড়ছে তাপমাত্রা। শনিবার ৪৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে দেশটিতে। একটুখানি প্রশান্তির খোঁজে অনেকেই ভিড় করছেন সমুদ্রের কাছে। মঙ্গলবার থেকে গ্রিসে তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তরের।
Tag: English News Featured world
No comments: