Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে অভিনেতা দিলীপ কুমার




শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে অভিনেতা দিলীপ কুমার কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৬ জুলাই) সকালে শ্বাসকষ্ট শুরু হয় তার। পরে তাকে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করানো হয়। দিলীপ কুমারের স্ত্রী অভিনেত্রী সায়রা বানু আনন্দবাজার পত্রিকাকে জানান, বেশ কয়েক দিন ধরেই শ্বাসকষ্ট হচ্ছিল দিলীপের। কোভিড রোগীদের জন্য নির্দিষ্ট নয়, রোববার সকালে এমন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। শ্বাসকষ্টের কারণ জানতে রক্ত পরীক্ষার সঙ্গে অন্যান্য পরীক্ষা-নিরীক্ষাও করা হবে। সায়রা বানু আরও জানান, করোনার প্রকোপ বেড়ে যাওয়ার পর থেকে দিলীপ কারও সঙ্গে সাক্ষাৎ করেননি। কারণ তার শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা কম। এর আগেও একাধিক বার দিলীপকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তার ফুসফুসে সংক্রমণও হয়েছিল। করোনা থেকে বাঁচতে এর আগেই জন্য স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গিয়েছিলেন দিলীপ কুমার। এ বিষয়ে এক টুইটে তিনি জানান, ‘আমার স্ত্রী সায়রা কোনও ঝুঁকি নিতে চায় না। তাই আমি নিভৃতবাসে রয়েছি। আপনারাও খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে বেরোবেন না’। ৯৮ বছর বয়সী দিলীপ কুমার ‘পদ্মবিভূষণ’-এ সম্মানিত অভিনেতা। তিনি ‘দেবদাস’, ‘ক্রান্তি’, ‘মোগল-ই-আজম’-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন। ১৯৯৪ সালে ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কার পান দিলীপ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply