কুড়িগ্রামে মৃদু ভূকম্পন
কুড়িগ্রামে শুক্রবার (৯ জুলাই) দুপুর ১টা ৪৭ মিনিটের দিকে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রার ভূকম্পনটি ৮ সেকেন্ডের মতো স্থায়ী ছিল।
কুড়িগ্রামে মৃদু ভূকম্পন
এর উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের লক্ষ্মীপুর বলে জানিয়েছেন রাজারহাট কৃষি ও সিনপটিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।
এ বিষয়ে গণমাধ্যমকর্মী বাদশাহ সৈকত সময় নিউজকে জানান, ওই সময় তিনি আদর্শ পৌর বাজারের দ্বিতীয় তলায় অবস্থিত অফিসে বসে কাজ করছিলেন। হঠাৎ করে ভবনটি কেঁপে উঠায় ভয় পান। তবে তা কয়েক সেকেন্ডের মধ্যে থেমে যাওয়ায় ঘর থেকে আর বের হননি।
ভূকম্পনের ফলে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
Tag: Zilla News
No comments: