উইকএন্ড কাটাতে কোথায় গেলেন যশ-নুসরত? কালার কো-অর্ডিনেটেড পোশাকে একই ব্যকগ্রাউন্ডে দুজনেই
ধীরে প্রকাশ্যে আনছেন তাঁদের সম্পর্ক। তারই ইঙ্গিত দিচ্ছেন যুগল? জল্পনা বাড়ছে
উইকএন্ড কাটাতে কোথায় গেলেন যশ-নুসরত? কালার কো-অর্ডিনেটেড পোশাকে একই ব্যকগ্রাউন্ডে দুজনেই
নিজস্ব প্রতিবেদন: বিতর্ক তাঁকে ঘিরে রয়েছে। মা হতে চলেছেন নুসরত জাহান (Nusrat Jahan)। সন্তানের বাবা কে তা জানতে প্রতিদিনই কৌতুহল বাড়ছে নেটিজেনদের। নেগেটিভ চিন্তাকে দূরে সরিয়ে ভাল থাকার চেষ্টায় হবু মা। সক্কাল সক্কাল সেজেগুজে বেরিয়ে পড়েছেন তিনি। ইনস্টা স্টোরিতে একটি বুমেরাং পোস্ট করতেই জল্পনা শুরু হয়েছিল। এবার সামনে এল দুজনেরই ছবি।
আরও পড়ুন: ভাল থাকার উপায় খুঁজছেন নুসরত, সপ্তাহান্তে সেজেগুজে তৈরি হবু মা
কিছুক্ষণ আগে যশ দাশগুপ্ত (Yash Dasgupta) তাঁর একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে নীল টি শার্ট পড়ে সাদা পিলারের সামনে দাঁড়িয়ে তিনি, সবুজ উঁকি দিচ্ছে। ক্যাপশনে ব্ল্য়াক লভ এঁকেছেন অভিনেতা। তার কিছুক্ষের মধ্য়েই নুসরতের (Nusrat Jahan) পোস্ট জল্পনা বাড়াল। একই ব্যাকগ্রাউন্ডে নীল পোশাকে নুসরত। অন্য়দিক লুক তাঁর। সপ্তাহান্তে ছুটি কাটাতে বেড়িয়েছেন দুজনে।
Tag: Entertainment
No comments: