সলমনের সামনে ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ভিকি কৌশল!
সংশয় ছিল তাঁদের সম্পর্ক নিয়ে। প্রেম করছেন নাকি কেবল গুঞ্জন? কিন্তু কিছু দিন আগে সোনম কপূরের ভাই অভিনেতা হর্ষবর্ধন কপূর ভুল করে তাঁদের প্রেমের খবর ফাঁস করে দেন। সেই যুগল— ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল।
অভিনেতা-অভিনেত্রী নিজেদের সম্পর্ক নিয়ে যদিও এক বারও মুখ খোলেননি। কিন্তু এই বিষয়টি আড়াল করার প্রয়াসও খুব বেশি চোখে পড়ে না।
একে অপরের ইনস্টাগ্রাম ছবি ও ভিডিয়ো পছন্দ করেন। এক রঙের পোশাক পরে আলাদা আলাদা করে নিজেদের প্রোফাইলে ছবি দেন তাঁরা। কখনও কখনও ছবি তোলার জায়গা দেখেও বোঝা যায়, এক স্থানে আলাদা ভাবে ছবি তুলেছেন দু’জনে।
No comments: